করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি।
জানা যায়, কিছুদিন আগে জ্বর হয় অপূর্ব’র। ২ নভেম্বর তিনি করোনা পজেটিভ হন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।
নেসক্যাফের বিজ্ঞাপনে মডেলিংয়ের মাধ্যমে পথচলা শুরু করেন জিয়াউল ফারুক অপূর্ব। এরপর ২০০৬ সালে গাজী রাকায়েত পরিচালিত বৈবাহিক নাটক দিয়ে অভিনয়ে অভিষেক হয়। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত নাটক ‘বড় ছেলে’-তে অভিনয় করে ব্যাপক জনপ্রিয় হন এই অভিনেতা।
তিনি টেলিভিশন নাটকে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। আশিকুর রহমান পরিচালিত গ্যাংস্টার রিটার্নস চলচ্চিত্রেও অভিনয় করেন অপূর্ব।