নিজস্ব প্রতিবেদক:
দেশের মাটিতে সেরা অভিনয়শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নাটকের লাস্যময়ী জয়া চলচ্চিত্রে এসে হয়েছেন আরও প্রাণবন্ত। বাণিজ্যিক চলচ্চিত্র থেকে করেছেন বুদ্ধিভিত্তিক চলচ্চিত্র। মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা থেকে করেছেন ব্যাচেলর’র মতো সিনেমা। এরপর ওপার বাংলায় পাড়ি জমিয়ে দাপিয়ে বেড়িয়েছেন টলিপাড়া। আর এবার করলেন বিশ্বজয়। আন্তর্জাতিক স্বীকৃতি মিললো অভিনেত্রী হিসেবে। শোনা যায় জয় আহসানের জয়ধ্বনি।
মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০-এ সেরা নারী অভিনয়শিল্পী হিসেবে পুরস্কার জিতে নিলেন জয়া আহসান। ভারতীয় বাংলা সিনেমা ‘রবিবার’-এ অভিনয় করে তাঁর এ অর্জন। চলচ্চিত্রটি আরও একটি পুরস্কার জিতেছে। ছবিটির চিত্রনাট্যের জন্য পরিচালক অতনু ঘোষ পুরস্কার পেয়েছেন।
বিষয়টি নিয়ে জয়া আহসান জানিয়েছেন, বিভিন্ন দেশের ১৮ জন অভিনেত্রীর মধ্যে সেরা নারী অভিনয় শিল্পী হিসেবে পুরস্কার জিতেছেন জয়া। এই ছবিতে সুযোগ করে ;দেওয়ার জন্য পরিচালক অতনু ঘোষের প্রতি কৃতজ্ঞতা জানান জয়া। বলেণ অতনু দা’র জন্যই তাঁর এই প্রাপ্তি। কৃতজ্ঞতা জানান টলিপাড়ার বুম্বাদা’র (প্রসেনজিৎ চ্যাটার্জী) প্রতিও।
জানা যায়, গত ৬ সেপ্টেম্বর অনলাইনে মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফল ঘোষণা করা হয়। দুজন আধুনিক মানুষের পুরো জীবন একদিনের গল্পের ভিতর দিয়ে এ সিনেমায় তুলে ধরা হয়েছে। এ বিষয়ে জয়া বলেন, ‘ইন্টেলিজেন্ট স্ক্রিপ্ট এবং বুদ্ধিমান দর্শকের জন্য এ গল্প। এ ছবিতে অভিনয় করতে পেরে ও প্রথমবারের মতো কোন আন্তর্জাতিক পুরস্কার পেয়ে উচ্ছসিত জয়া আহসান। তিনি দর্শকদের কাছে ও গণমাধ্যমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‘রবিবার’ সিনেমাটি গেল বছরের ২৭ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পায়। এতে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন জয়া আহসান ও প্রসেনজিৎ চ্যাটার্জি। ছবিটি মুক্তির পর বেশ সাড়া পড়ে দুই বাংলায়। এ বছরের ২১ ফেব্রুয়ারি বাংলাদেশেও ছবিটি মুক্তি পায়।
এর আগে বিশ্বখ্যাত হাওয়াই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪০তম আসরে নির্বাচিত হয় একই পরিচালকের অতনু ঘোষের ‘বিনি সুতোয়’ সিনেমাটি। এ সিনেমায় প্রধান চরিত্রে ছিলেন জয়া আহসান।
একনজরে বিশ্বজয়ী জয়া আহসান :
বাংলাদেশের অসংখ্য টেলিভিশন নাটক, টেলিফিল্ম, মিউজিক ভিডিও, বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রেকাজ করেছেন জয়া আহসান। বাংলাদেশের চলচ্চিত্রে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে পাড়ি জমান ওপার বাংলায়। তিনি এখন সমান জনপ্রিয় ওপার বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গে।
চলচ্চিত্রে মূখ্য চরিত্রে অভিনয়ের শুরুটা নুরুল আলম আতিকের আলোচিত সিনেমা ডুবসাঁতারে। এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়ক প্রসেনজিতের সঙ্গে আলোচিত সিনেমা ‘রবিবার’-এ অভিনয়। এরপর আন্তর্জাতিক পুরস্কার।
২০০৪ সালে মুক্তি পায় জয়া অভিনীত প্রথম সিনেমা ব্যাচেলর। সৈয়দ শামসুল হক’র নিষিদ্ধ লোবান উপন্যাস অবলম্বনে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত গেরিলা চলচ্চিত্রে তিনি অভিনয় করে বেশ প্রশংসিত হন। তিনি ছবিতে বিলকিস বানু চরিত্রে অভিনয় করেন। এরপর রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি চলচ্চিত্রে সাংবাদিক নবনী আফরোজ চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। তিনি অনিমেষ আইচ পরিচালিত জিরো ডিগ্রী সিনেমায় অভিনয় করে ২০১৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
জয়া অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দুটি ফিল্মফেয়ার পুরস্কার পূর্ব, ছয়টি মেরিল-প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেন।