নিজস্ব প্রতিবেদক:
গল্পটি মানব সভ্যতার শুরু থেকে বর্তমান হয়ে সুদূর ভবিষ্যৎ পর্যন্ত বিস্তার লাভ করেছে। বিজ্ঞানের যে যাত্রা তা বর্তমান থেকে বহু আগেই পৃথিবীতে ঘটেছিল এবং মানুষ তার নিজের সুবিধার জন্যই অনেক আবিষ্কার ও উদ্ভাবন করেছে। কিন্তু জীবনকে সহজ করার এই প্রচেষ্টা সুবিধার সাথে সাথে হিতে বিপরীতও ডেকে নিয়ে এসেছে। মানুষ বন্দি হয়েছে প্রযুক্তির ফাঁদে!
এমন একটি ধারণার উপর প্রদর্শণ হতে যাচ্ছে শ্যূন্যেয়ার সাইন্স ফিকশন নাটক ‘মানুষ’। একদল তরুণ নিয়ে গঠিত নাট্যদল শ্যূন্যেয়ার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে নাটকটি। এটি এই নাটকের ৬ষ্ঠ প্রদর্শনী। এ আয়োজনে ১বছরের পথ চলায় ‘থিয়েটার বন্ধু সম্মাননা’ পাচ্ছেন তরুণ নাট্যকর্মী পাভেল রহমান (সম্পাদক, থিয়েটার প্রত্রিকা “ক্ষ্যাপা” এবং নাট্যকর্মী, অনুস্বর)।
রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে সন্ধ্যা ৭ টায় প্রদর্শিত হবে নাটক ‘মানুষ’ । নাটকটি রচনা করেছেন জাভেদ মাহমুদ ও নির্দেশনা দিয়েছেন নাজমুল হোসেন। এর টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১০০/২০০/৩০০/৫০০ টাকা।
অগ্রিম টিকেট এর জন্য যোগাযোগ করা যাবে-০১৬৮০৪২০৩৯৩ (আসিফ)। সার্বিক যোগাযোগের জন্য- ০১৭৩১৮৬৯০৪৭ নাজমুল হোসেন।
মানুষ নাটকে দেখানো হয়েছে, মানবসৃষ্ট যন্ত্র রোবটে মানুষ নিজেই বন্দী হয়ে পড়বে আর মানুষের তৈরি যন্ত্র এই রোবটই মানুষের যাবতীয় কার্য সম্পাদন করবে।
গল্পসংক্ষেপ
গল্পে দেখা যায়, ষষ্ঠ প্রজাতির একটি রোবট- হিউমো এন্ড্রোয়েড ৭০৫ কে ধ্বংস করার দায়িত্ব দেয়া হয় চৌকষ কর্পোরেশনের কর্মকর্তা “অ্যালেন”কে, যে হিউমোএন্ড্রোয়েড নিজেকে মানুষ হিসেবে দাবি করেছে এবং স্বাধীন হতে চেয়েছে। মানুষ ভাল-মন্দ উভয় গুনসমৃদ্ধ। আর ষষ্ঠ প্রজাতির রোবটটি ছিল কেবলমাত্র মানবীয় ভাল গুন দিয়ে তৈরি। কিন্তু রোবটটিকে মানুষের মঙ্গল সাধনের জন্য তৈরি করা হয়। সময়ের পরিক্রমায় রোবটে যখন মানবীয় ভালমন্দ উভয় গুনাবলী সংযুক্ত হবে আর তখন ই শুরু হবে মানুষের বিপন্ন হবার গল্প।
নাটকে দেখা যাবে অনেক যুক্তিতর্ক শেষে ষষ্ঠ প্রজাতির হিউমো এন্ড্রোয়েটকে ধ্বংস করতে গেলেই সামনে দাঁড়াবে নতুন আরেক সংকট। মুখোমুখি হবে স্রষ্টা ও সৃষ্টি । উন্মোচিত হবে আরেক সত্য! এই গল্প বুননের মাঝে উঠে এসেছে সমাজ বাস্তবতা-রাজনীতি-উন্নয়ন- ধর্ম-ঈশ্বর-বিশ্বাসসহ মানবজীবনের সার্বিক দিক।
নাটকটিতে অভিনয় করেছেন- রেফাত হাসান সৈকত, তানজিদা শহীদ মৌ, অনন্যা নিশি, মাজেদ আহমেদ, হোসাইন জীবন, রায়হান আহমেদ, নাজমুল হোসেনসহ আরও অনেকে। আলো প্রক্ষেপনে আছেন হোসাইন জীবন, আবহ সঙ্গীতে সালেহীন শুভ। প্রোডাকশন ম্যানেজার হিসেবে আছেন রেফাত হাসান সৈকত এবং মাজেদ আহমেদ ।