ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারক বাংলাদেশী নির্মাতা রুবাইয়াত হোসেন
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
আগামী ১৬ থেকে ২৪ জানুয়ারি ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য ৫১তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় বিচারক হিসেবে থাকবেন বাংলাদেশি নির্মাতা, চিত্রনাট্যকার ও প্রযোজক রুবাইয়াত হোসেন। উৎসব কর্তৃপক্ষ থেকে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত হওয়া গেছে। এ উৎসবে সারাবিশ্ব থেকে নির্বাচিত ২২৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
এতে বিচারক প্যানেলের সভাপতি হিসেবে থাকবেন আর্জেন্টাইন পরিচালক পাবলো সিজার। এছাড়া শ্রীলঙ্কার প্রসন্ন ভিথাঞ্জে, অস্ট্রিয়ার আবু বকর শাওকি ও ভারতের প্রিয়দর্শন উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।
সম্প্রতি রুবাইয়াত হোসেনের নির্মিত তৃতীয় চলচ্চিত্র ‘মেড ইন বাংলাদেশ’ ফ্রান্স, পর্তুগাল ও ডেনমার্কে প্রায় ৭০টির অধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে। ছবিটি বিদেশে বেশ কিছু উৎসবে পুরস্কৃত হয়। বিভিন্ন দেশে প্রশংসিত হয়েছে ছবিটি।
এর আগে রুবাইয়াত হোসেন তাঁর প্রথম ছবি ‘মেহেরজান’ ও দ্বিতীয় ছবি ‘আন্ডার কনস্ট্রাকশন’ দিয়ে ব্যাপক খ্যাতি অর্জন করেন তিনি।