সিয়ামের সঙ্গে নোভা-সানজিদা প্রীতির নতুন ছবি ‘মৃধা ভার্সেস মৃধা’
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক :
হালের হার্টথ্রব চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে নতুন সিনেমায় অভিনয় করছেন টিভি নাটকের দুই জনপ্রিয় মুখ নোভা ও সানজিদা প্রীতি। সামাজিক প্রেক্ষাপটে নির্মিত ভিন্নধারার গল্পে নির্মিত ‘মৃধা ভার্সেস মৃধা’ ছবিটিতে তথাকথিত কোন জুটি নেই। সিনেমাটি নির্মাণ করছেন বিজ্ঞাপন নির্মাতা রনি ভৌমিক। এর মাধ্যমে সিনেমায় অভিষেক হচ্ছে পরিচালক রনি ও নোভার।
টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ নোভা বেশ কয়েকদিন ধরেই টিভিতে অনুপস্থিত। এ বিষয়ে নোভা জানান, টেলিভিশন নাটকে যখন নিয়মিত কাজ করতেন তখন থেকেই চলচ্চিত্রে অভিনেয়ের প্রস্তাব পেয়ে আসছিলেন। কিন্তু ভালো একটি চ্যালেঞ্জিং চরিত্রের অপেক্ষা করছিলেন। শেষ পর্যন্ত নিজের পছন্দমতো গল্প পেয়ে সিনেমায় অভিনয়ে রাজি হয়ে গেলেন।
বহু বিজ্ঞাপন বানিয়ে জনপ্রিয়তা পাওয়া নির্মাতা রনি ভৌমিক এবার প্রথমবারের মতো সিনেমা বানাচ্ছেন। তার প্রথম সিনেমা নির্মাণের বিষয়ে তিনি বলেন, সামাজিক প্রেক্ষাপটের একটি গল্পে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। এ ছবিটিতে একটি পরিবারের গল্প দেখানো হবে। যেখানে দেখা যাবে পারিবারিক সম্প্রীতির সৌন্দর্য্য, সম্পর্কের অবক্ষয়সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়। তিনি জানান, ছবিটির গল্প গতানুগতিক অন্যান্য ছবি থেকে আলাদা। ছবিটির মাধ্যমে এক নতুন অভিজ্ঞতার স্বাদ পাবেন দর্শক এটাই তার প্রত্যাশা।
শুটিং শুরু হয়েছে জানিয়ে পরিচালক রনি ভৌমিক জানান আগামী বছরে ‘মৃধা ভার্সেস মৃধা’ ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এদিকে এ সিনেমায় সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তিনি জানান, ছবির গল্প ও নিজের চরিত্রটি বেশ ভালো লেগেছে তার। তাই ছবিটিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। একটি মনের মতো একটি ভালো ছবি পেতে যাচ্ছে দর্শক-এমনটাই মনে করেন তিনি।