জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আজ ১৭ মার্চ। এ দিন থেকে ১০ দিনের নাট্য উৎসব শুরু হয়েছে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ১০দিনব্যাপী নাট্য উৎসবের আয়োজন করেছে। ১৭ মার্চ থেকে শুরু হয়ে আগামী ২৬ মার্চ পর্যন্ত চলবে এ উৎসব।
বেইলী রোডের মহিলা সমিতি মিলনায়তনে এ নাট্য উৎসবে সহযোগিতায় রয়েছে বাংলাদেশ সমিতি। এই উৎসবের ১০ দিনে ১০ দলের ১০ নাটক প্রদর্শণ হবে।
১৭ মার্চ বুধবার থিয়েটার আর্ট ইউনিটের ‘কোর্ট মার্শাল’ নাটকটি প্রদর্শিত হবে। এছাড়া ১৮ মার্চ বৃহস্পতিবার ঢাকা নান্দনিকের ‘গ্রহণকাল’, ১৯ মার্চ শুক্রবার লোক নাট্যদলের (বনানী) নাটক ‘ঠিকানা’ প্রদর্শিতহবে।
২০ মার্চ শনিবার শব্দ নাট্যচর্চা কেন্দ্রের নাটক ‘রাইফেল’, ২১ মার্চ রবিবার নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলের নাটক ‘তোরা সব জয়ধ্বনি কর’, ২২ মার্চ সোমবার ঢাকা পদাতিকের নাটক ‘কথা ৭১’, ২৩ মার্চ মঙ্গলবার খেয়ালী নাট্য গোষ্ঠীর নাটক ‘কদমতলী আর্মি ক্যাম্প’ প্রদর্শিত হবে।
২৪ মার্চ বুধবার প্রাঙ্গণেমোর এর নাটক ‘কনডেমড সেল’ ও ২৫ মার্চ বৃহস্পতিবার পদাতিক নাট্য সংসদের (টিএসসি) নাটক ‘কাল রাত্রি’ প্রদর্শিত হবে।
এদিকে ২৬ মার্চ শুক্রবার উৎসবের শেষ দিন মঞ্চস্থ করা হবে থিয়েটার (বেইলী রোড) প্রযোজিত নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’।