‘বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক’ পাচ্ছেন গোলাম মুস্তাফা
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রবর্তন করা হয়েছে আবৃত্তি পদক। প্রথমবার দেওয়া ‘বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক’ পাচ্ছেন দেশের বিশিষ্ট আবৃত্তিকার ও অভিনেতা প্রয়াত গোলাম মুস্তাফা।
শনিবার (২৭ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ খবর জানিয়েছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর এমপির সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আহ্কাম উল্লাহ্।
এ সময় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য বেলায়েত হোসেন, রফিকুল ইসলাম, রেজীনা ওয়ালী লীনা, যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল হক আজাদসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আগামী অক্টোবরে জাতীয় আবৃত্তি উৎসবের প্রথম দিনে শিল্পী গোলাম মুস্তাফাকে মরণোত্তর বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদকে ভূষিত করা হবে।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ প্রতি বছর ৩১ মার্চ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক’ প্রদান করবে বলে জানিয়ে পরিষদের সভাপতি আসাদুজ্জামান নুর বলেন, এ বছর করোনা পরিস্থিতির হঠাৎ অবনতি হওয়ায় আয়োজনটি অক্টোবরে করা হচ্ছে।
তিনি বলেন, আবৃত্তিচর্চাকে আদর্শিক বাহন হিসেবে নতুন প্রজন্মের কাছে নিয়ে যেতে চায় আবৃত্তি সমন্বয় পরিষদ। অসাম্প্রদায়িক জাতি রাষ্ট্র গঠনের তাগিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেই আদর্শকে ধারণ করে আগামী প্রজন্মের বাংলাদেশ নির্মাণ করতে সংগঠনটি কাজ করে যাবে বলে জানান তিনি।
বিশ্বজুড়ে বাংলা ভাষার বরেণ্য শিল্পীদের আবৃত্তিশিল্পে সার্বিক অবদানের জন্য প্রতি বছর এ পদক প্রদান করা হবে বলে জানিয়েছেন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আহ্কাম উল্লাহ্।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ অনেকদিন ধরেই ‘গোলাম মুস্তাফা আবৃত্তি পদক’. ‘বৃষ্টি-দোলা পদক’, ‘কামরুল হাসান মঞ্জু পদক’সহ বেশকিছু পদকের প্রবর্তন করেছে ইতোমধ্যে। এবার জাতির পিতার নামে পদক প্রণয়ন করলো সংগঠনটি।