প্রতিবারের মতো এবারও নিজের টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত হবে চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠান। এবারে ‘সুখে থাকো তুমি’ শিরোনামের সঙ্গীতানুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের ২য় দিন রাত সাড়ে ১০টায়।
এটিএন বাংলার পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, করোনাভাইরাসের কারণে ঘরবন্দি দর্শকদের একঘেয়েমি কাটাতে মাহফুজুর রহমানের এই গানের অনুষ্ঠানটি এক ভিন্ন মাত্রার আনন্দ দেবে।
জানানো হয়, এবারের অনুষ্ঠানে মোট ১০টি গান দিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। গানগুলোতে সুর দিয়েছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন—নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ ও ড. মাহফুজুর রহমান।
গানের শিরোনামগুলো হলো—চলে গেছ ক্ষতি নেই, কথা দিলাম, প্রথম দেখা, বাঁচবোনা তোমায় ছাড়া, দিন রাত ২৪ ঘন্টা, একাকী জীবন আমার, সুখে থকো তুমি, মনের ঘর, ভুলে যাও এবং আমার জীবন। এটিএন বাংলার স্টুডিওসহ দেশের বিভিন্ন মনোরম লোকেশনে গানগুলোর ভিডিওর দৃশ্যধারণের কাজ করা হয়েছে।
এর আগে ২০১৬ সালের ঈদুল আজহায় গানের অনুষ্ঠান নিয়ে টিভি পর্দায় হাজির হয়েছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তিনি এই অনুষ্ঠানের মাধ্যমে চারদিকে হইচই ফেলে দেন। তার গান ও তিনি সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হন। তার প্রতিটি অনুষ্ঠানই এথন ভাইরাল হয়ে যায়।
প্রথম বছরে ‘হৃদয় ছুঁয়ে যায়’ নামের গানের অনুষ্ঠান করেন তিনি। পরের বছর ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ ও একই বছর ঈদ-উল আযহায় অনুষ্ঠিত হয় ‘স্মৃতির আলপনা আঁকি’ নামের গানের অনুষ্ঠান।
এছাড়া ২০১৮ সালে অনুষ্ঠিত হয় ‘বলো না তুমি কার’ গানের অনুষ্ঠান। ২০১৯ সালে ঈদ-উল ফিতরেও অনুষ্ঠিত হয় ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান।