কয়েক প্রজন্মের কাছে নায়করাজ রাজ্জাক আইকনিক অধ্যায়: শাকিব খান
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক :
আজ ২১ আগস্ট, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের আজকের এই দিনে পরলোকে পাড়ি জমান তিনি। আজকের এই দিনে সবাই তাকে শ্রদ্ধাভরে স্বরণ করছে। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান নায়করাজ রাজ্জাকে স্মরণ করে একটি ফেইসবুক স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসে শাকিব খান লিখেন, ‘দেশের চলচ্চিত্র শিল্পের কয়েক প্রজন্মের কাছে তিনি আইকনিক অধ্যায়। একটা সময় আমাদের দেশে ভিনদেশী সিনেমার প্রভাব ছিল। তখন তাঁর আবির্ভাব হয়। তিনি নায়করাজ রাজ্জাক। তিনি তাঁর অভিনয় দিয়ে দর্শকদের বাংলা সিনেমামুখী করেছিলেন। নিজেই তৈরি করেছিলেন এক স্বতন্ত্র অবস্থান। ’
তিনি লিখেন, ‘অভিনয় দক্ষতায় সব ধরণের মানুষের কাছে নায়কদের শিরোমনি হয়ে উঠেছিলেন নায়করাজ রাজ্জাক। তাই কোটি বাঙালির হৃদয়ে আজও তিনি বেঁচে আছেন। যতোদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের সিনেমা থাকবে ততোদিনই তিনি আমাদের সকলের হৃদয়ে অহংকার হয়ে থাকবেন।’
নায়করাজ রাজ্জাকের সাথে নিজের সম্পর্ক নিয়ে শাকিব লিখেন, ‘নায়করাজ রাজ্জাক ছিলেন আমার মাথার ওপরে সুবিশাল আকাশ। ছায়ায় ও মায়ায় আগলে রেখে ভালোবাসা ও পরামর্শ দিতেন। অনেকদিন দেখা না হলেও কিভাবে যেন বুঝে যেতেন কীসের মধ্যে আছি, এটাই বুঝি আত্মার সম্পর্ক!’
সবশেষে কিং খান লিখেন, ‘আজ (২১ আগস্ট) নায়করাজ রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী। আপনাকে হারানো আমার কাছে নিজের অভিভাবক হারানোর মতো বেদনার। আমার বিশ্বাস, চোখের সামনে না থাকলেও আপনার অদৃশ্য স্নেহ সবসময়ই আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করছে। আপনার আত্মার শান্তি কামনা করি। শান্তিতে থাকুন আমাদের নায়করাজ।’