ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনয়ের মাধ্যমে জয় করেছেন অসংখ্য দর্শক হৃদয়। পাশাপাশি সম্পৃক্ত থাকেন নানা সামাজিক কর্মকাণ্ডের সাথে। বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও যুক্ত থাকেন তিনি। এবার অপু বিশ্বাসের তেমনই একটি নতুন খবর আসলো। আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তিনি।
জানা গেছে, দেশীয় ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালমার্ট-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। শুক্রবার (৩ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ ফরিদ আহমেদের উপস্থিতিতে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হন তিনি।
এ প্রসঙ্গে অপু বিশ্বাস জানান, বাংলাদেশের সবার প্রতিটি ঘরে ঘরে ওয়ালমার্ট-এর পণ্য পৌঁছে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছি। প্রতিষ্ঠানটির পণ্য কেনা যাবে সুলভ মূল্যে। আগামী পাঁচ বছরের জন্য এই প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন বলে তিনি জানান।
এই অভিনেত্রী বলেন, ‘আমি চাই সব জায়গায় দেশীয় পণ্যর সুনাম ছড়িয়ে পড়ুক। আমার শুভাকাঙ্খীদের সহযোগিতায় এটা যেন সামনে নিয়ে যেতে পারি সবাই দোয়া করবেন।’
তৃণমূল মানুষের মুখে মুখে এই কোম্পানির নাম থাকবে- এমনটাই প্রত্যাশা এই চিত্রনায়িকার।
মুক্তির অপেক্ষায় রয়েছে বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাস অভিনীত বহুল প্রতিক্ষিত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। এছাড়া সরকারি অনুদানের ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় চিত্রনায়ক নিরবের বিপরীতে অভিনয় করছেন তিনি।