নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘বিটিএস গার্ল’। এটি পরিচালনা করবেন নির্মাতা অনার্য মুর্শিদ। অ্যাক্টিং ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন নাট্যকার মামুনুর রশীদ।
বৃহস্পতিবার ‘বিটিএস গার্ল’র ডেমো শুটিং শেষ হয়। সিনেহাট এবং মোশন বাংলা যৌথভাবে চলচ্চিত্রটি প্রযোজনা করছে। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সাথে আছে উজান।
বড়দের পাশাপাশি এতে বেশ কয়েকজন শিশুশিল্পী অভিনয় করবেন। তবে প্রধান চরিত্রে অভিনয় করবেন শিশুশিল্পী নায়লা তাজওয়ার স্ফিয়েতা।
প্রযোজক সাজেদুল আজাদ বলেন, শিশু-কিশোরদের জন্য আমাদের দেশে চলচ্চিত্র নির্মাণ হয় না বললেই চলে। হয়তো অনেকের কাছে এটা অলাভজনক মনে হতে পারে, কিন্তু আমার মনে হয়েছে এখানেও চাইলে লাভ বের করা সম্ভব। কারণ, ভিজ্যুয়াল কন্টেন্টের বড় ভোক্তা কিন্তু শিশু কিশোররাই। লাভ না হলেও কাজটা কাউকে না কাউকে করা উচিত বলেও মনে করছেন তিনি।
নির্মাতা অনার্য মুর্শিদ বলেন, এই চলচ্চিত্রে যেসব শিশু-কিশোররা কাজ করছে, এরা সবাই নতুন। আমি নিজেও ন্যারেটিভ চলচ্চিত্রে নতুন। যার কারণে প্রথমে চলচ্চিত্রের অংশবিশেষের ডেমো নির্মাণ করছি।’
আগামী বছরের শুরুতেই চলচ্চিত্রটি মুক্তি দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন এই নির্মাতা।