প্রকাশিত হয়েছে দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খানের নতুন গান ‘চোখের জলতো খাঁটি’। সম্প্রতি প্রার্থনা ধাঁচের এই গানটির ভিডিও ইউটিউবে অবমুক্ত করা হয়েছে।
‘আমি দাঁড়াই যদি যায় সরে যায়/পায়ের তলার মাটি/ আমি লোভ কাতর এক ভবের পাগল/ চোখের জল তো খাঁটি’ – এমন কথামালায় গানটি সাজিয়েছেন কথাসাহিত্যিক ও সাংবাদিক ইজাজ আহমেদ মিলন। রোহান রাজ গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন।
গীতিকার ইজাজ আহমেদ মিলন বলেন, গানের কথা ও সুর মিলেমিশে একাকার হয়ে গেছে। তিন অন্তরার এ গানটি আমি বুকের গভীর থেকে লিখেছি। আমি একজন মানুষ, যে ভুল করে। পাপবাজারে কোনো ভাবেই নিজেকে বিশুদ্ধ রাখা যায় না। যাপিত জীবনের সমস্ত পাপপুণ্যের হিসাব দিতে হবে সৃষ্টিকর্তার কাছে। তাই গানে গানে প্রভুর কাছে ক্ষমা চেয়েছি।
গান প্রসঙ্গে সুরকার রোহান রাজ বলেন, গানটা একটা ভিন্ন ধারার আবহ তৈরি করবে শ্রোতার হৃদয়ে। নিয়ে যাবে ধ্যানের জগতে, অনুশোচনার মজমায়। অসাধারণ একটি গান লিখেছেন ইজাজ মিলন।
কণ্ঠশিল্পী মনির খান বলেন, ভিন্ন ধাঁচের একটি গান করলাম। অসাধারণ গানের কথা। বহুদিন পর পরম তৃপ্তি নিয়ে গান গাইলাম। ইজাজ মিলন গানের মাধ্যমে দারুণ একটি ম্যাসেজ দিয়েছেন।
গত শুক্রবার রাতে রাজধানীর মগবাজারের প্রমিজ স্টুডিওতে গানটি রেকর্ডিং করা হয়েছে। গানটি ইজাজ আহমেদ মিলনের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে।
এছাড়াও সম্প্রতি মনির খানের ‘নিদয়া বন্ধুয়ারে’ শিরোনামে আরেকটি গান প্রকাশিত হয়। এটি লিখেছেন মানিক চাঁন। সুর করেছেন শিমুল হাসান ও সঙ্গীতায়োজনে ছিলেন এইচআর লিটন।