ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়কা পূজা চেরি অভিনীত ‘গলুই’ সিনেমার দৃশ্যধারণ শুরু হয়েছে। এস এ হক অলিক পরিচালিত এই সিনেমায় আরও অনেক জনপ্রিয় তারকা অভিনয় করবেন। তাদের কাতারে এবার যুক্ত হলেন দেশের নন্দিত অভিনেতা আজিজুল হাকিম ও জনপ্রিয় অভিনেতা আলীরাজ। পরিচালক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
আলীরাজ ও আজিজুল হাকিমের পাশাপাশি এই সিনেমায় সূচরিতাও চুক্তিবদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) প্রথমদিনেই শুটিংয়েই অংশ নিয়েছেন আলীরাজ, সূচরিতা, পূজা চেরিসহ আরও অনেকেই। শুটিংয়ে শাকিব খান যোগ দিবেন ২৬ সেপ্টেম্বর।
নদীমাতৃক জনপদের জীবনযাত্রা, নৌকাবাইচ ও পারিপার্শ্বিক গল্পে নির্মিত হচ্ছে সরকারি অনুদানের এই ‘গলুই’ সিনেমা।
এই সিনেমার মাধ্যমে প্রায় পাঁচ বছর পর আবারও সিনেমার গান করছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। শাকিব-পূজার ‘গলুই’ সিনেমার টাইটেল সংয়ে হাবিব কণ্ঠ দিচ্ছেন।
‘গলুই’ সিনেমায় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের সাথে প্রথমবারের মত জুটি বাঁধছেন চিত্রনায়িকা পূজা চেরি। এছাড়াও এটি হতে যাচ্ছে শাকিব খান অভিনীত প্রথম সরকারি অনুদানের সিনেমা।