বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে শুরু হচ্ছে ভিন্ন ধারার সেলিব্রেটি শো ‘লাইফ ইজ বিউটিফুল’। দীর্ঘ দিন পর নতুন এই শো’র মাধ্যমে পর্দায় হাজির হচ্ছেন অভিনেত্রী-নির্মাতা শান্তা ইসলাম।
নির্মানের পাশাপাশি অনুষ্ঠানের সঞ্চালক হিসেবেও থাকছেন তিনি। আগামী ৩ অক্টোবর (রোববার) থেকে অনুষ্ঠানটি সম্প্রচারণ শুরু হবে। প্রতি রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠানটি প্রচারিত হবে।
‘লাইফ ইজ বিউটিফুল’ অনুষ্ঠানটির প্রথম পর্বে অতিথি হিসেবে থাকছেন টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম।
অনুষ্ঠানটি প্রসঙ্গে শান্তা ইসলাম বলেন, ‘স্বপ্ন দেখে সবাই, কিন্তু সেই পথটি ধরে হাঁটতে পারেন কয়জন? যারা পারেন তারা কেমন করেই বা পারেন। কেমনই বা তাদের জীবনচর্চা। কথায় কথাই এসবই উঠে আসবে অনুষ্ঠানটিতে।’