কালচারাল ইয়ার্ড ডেস্ক :
বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন নাটকের নন্দিত অভিনেতা জাহিদ হাসানের জন্মদিন আজ। ১৯৬৭ সালের ৪ অক্টোবর সিরাজগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন জনপ্রিয় এই অভিনেতা। জন্মদিনে কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
জাহিদ হাসান অভিনয় শুরু করেন মঞ্চ থেকে। বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার যৌথ প্রযোজনার ‘বলবান’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তাঁর বড় পর্দায় অভিষেক হয়। আবদুল লতিফ বাচ্চু পরিচালিত এই ছবিটি মুক্তি পায় ১৯৮৬ সালে।
টেলিভিশনে তাঁর যাত্রা শুরু হয় ১৯৯০ সালে। প্রথম টেলিভিশন নাটক ‘জীবন যেমন’। ১৯৯০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প সমাপ্তি অবলম্বনে নির্মিত সমাপ্তি টেলিফিল্মে প্রধান চরিত্রে অভিনয় করেন। নাটকটির চিত্রনাট্য রচনা করেছিলেন বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। এরপর ধীরে ধীরে টেলিভিশন নাটকে নিজেকে একজন প্রতিশ্রুতিশীল অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
হুমায়ূন আহমেদের নক্ষত্রের রাত, আজ রবিবার ও ছোট ছোট ঢেউ ধারাবাহিকের অভিনয় করে বেশ সুপরিচিত হয়ে উঠেন তিনি। এছাড়া সবুজ ছায়া, ঠিকানা, সবুজ সাথী, ছায়াবৃক্ষ, নাটের গুরু, অন্ধ শিকারী, নীলাঞ্জনা,সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড, পুত্রদায়, দ্বৈরথ, কুসুম কাহিনী, বিপরীতে হিত, প্যাকেজ সংবাদ, কুসুম কুসুম ভালোবাসাসহ বহু নাটকে অভিনয় করে হয়ে উঠেন সবচেয়ে জনপ্রিয় অভিনেতা। সবুজ সাথী ও মন্ত্রী মহোদয়ের আগমন নাটকে তার পাগল অভিনয় দর্শকদের কাছে তাকে আরও জনপ্রিয় করে তুলে।
নন্দিত অভিনেতা জাহিদ হাসানের জন্মদিন
⇒ জাহিদ হাসান-তিশা’র নাটক ‘সৌদি গোলাপ’
⇒ বিশেষ নাটকে জাহিদ হাসানের সঙ্গে শিরিন শিলা
পরবর্তীতে আরমান ভাই সিরিজ, হাবিবের সংসার, চোর কুঠুরি, একা, ভূত- অদ্ভুত, শেষে এসে অবশেষেসহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। স্বল্প সময়ের জন্য আমাদের নুরুল হুদা নাটকে উপস্থিত হয়েও সমুজ্জ্বল ছিলেন।
অভিনেতার পাশাপাশি পরিচালক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। তার পরিচালিত প্রথম মেগা ধারাবাহিক ‘লাল নীল বেগুনি’। এরপর ঘুঘুর বাসা, চোর কুটুরি, একা, ছন্নছাড়ার বেশ কিছু ধারাবাহিক নাটক নির্মাণ করে তিনি। তাঁর পরিচালিত টেলিভিশন নাটক ও টেলিছবিসমূহের মধ্যে- রুমঝুম, বোকা মানুষ, স্বপ্নের গ্রহ, ব্যবধান, প্রাইভেট ডিটেকটিভ, অপু দ্য গ্রেট ও বাউন্ডুলে এক্সপ্রেস অন্যতম। ‘পুস্পিতা প্রডাকশন লিমিটেড’ নামে তাঁর একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে।
‘বলবান’ সিনেমার পর মোস্তফা সরয়ার ফারুকীর মেড ইন বাংলাদেশ, মোস্তফা কামাল রাজের প্রজাপতি, হুমায়ুন আহমেদের আমার আছে জল ও শ্রাবণ মেঘের দিন, তৌকীর আহমেদের হালদা, গোলাম সোহরাব দোদুলের সাপলুডু সিনেমায় অভিনয় করেছেন। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘শনিবারের বিকেল’।
শুধু ঢালিউডেই নয়, টলিউডের সিনেমাও তিনি অভিনয় করেছেন। ওপার বাংলার আশীষ রায়ের ‘সেঁতারা’ নামে একটি চলচ্চিত্রে রাইমা সেনের বিপরীতে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন জাহিদ হাসান।
সম্প্রতি অভিনয় করেছেন শাহীন সুমন পরিচালিত ‘মাফিয়া’ নামের একটি ওয়েব সিরিজে। সেখানে বেশ চমক জাগানিয়া একটি চরিত্রে দেখা যাবে দেশের তুমুল জনপ্রিয় এ অভিনেতাকে।
অভিনেতা জাহিদ হাসানের আরও খবর
→ দুই পর্দার তারকা শিল্পীদের নিয়ে শাহীন সুমনের ‘মাফিয়া’
→ শীঘ্রই আসছে ফারুকীর ছবি ‘শনিবারের বিকেল’
বর্ণিল ক্যারিয়ারে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পরপর পাঁচবারসহ মোট আটবার মেরিল প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।
পারিবারিক জীবনে তিনি জনপ্রিয় মডেল সাদিয়া ইসলাম মৌকে বিয়ে করেন। জাহিদ-মৌ দম্পতির দুই সন্তান রয়েছে। মেয়ের নাম পুস্পিতা এবং ছেলের নাম পূর্ণ।