সাদিয়া আন্দালিব নাবিলা, বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নৃত্যশিল্পী, নৃত্য প্রশিক্ষক ও অভিনেত্রী। বাংলাদেশি বংশোদ্ভূত হলেও অভিনয়ে তার অভিষেক হয় বলিউডে। দেবেশ প্রতাপ সিং পরিচালিত ‘প্যারেসান পারিন্দা’ সিনেমার মাধ্যমে। ২০১৮ সালের মার্চে ছবিটি মুক্তি পায়।
মুক্তির অপেক্ষায় থাকা বাংলাদেশের বহুল আলোচিত এবং প্রতীক্ষিত পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় তিনি অভিনয় করেছেন। আগামী ৩ ডিসেম্বর একযোগে সিনেমাটি বিশ্বের ও মহাদেশের ১৪টি দেশে মুক্তি পাবে। সিনেমাটি নিয়ে তার অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা কালচারাল ইয়ার্ড-এর সাথে শেয়ার করেন এই অভিনেত্রী। তার সাথে একান্ত আলাপচারিতায় ছিলেন আল হাসান মিলাদ।
‘মিশন এক্সট্রিম’ প্রসঙ্গে সাদিয়া নাবিলা বলেন, ‘মিশন এক্সট্রিম আমার দ্বিতীয় সিনেমা। কিন্তু ঢালিউড ইন্ড্রাস্টিতে এটা আমার প্রথম সিনেমা। তাই এই সিনেমাটা আমার কাছে অনেক বেশি স্পেশাল।’
এই সিনেমার শুটিং নিয়ে তিনি বলেন, ‘দেশে বিদেশে দুই জায়গায়ই ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দৃশ্যধারণ হয়েছে। দীর্ঘ সময় নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং দুবাইতে সিনেমাটির শুটিং হয়েছে। নানা প্রতিকূলতার মধ্যে অনেক কষ্ট করে সিনেমাটির কাজ শেষ করেছি। এখন খুব ভালো লাগছে। দর্শক যদি আমাদের কাজ পছন্দ করে, তাহলে আমাদের এই কষ্টের সার্থকতা পাবো।’
‘মিশন এক্সট্রিম’ সিনেমার আরও খবর
⇒ শুভর ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পাবে ৩ ডিসেম্বর
⇒ ‘মিশন এক্সট্রিম’ একসাথে ১৪ দেশে মুক্তি পাবে
ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর সাথে এটা তার প্রথম কাজ। শুভ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘আরিফিন শুভ অনেক ডেডিকেটেড একজন মানুষ। ‘মিশন এক্সট্রিম’ সিনেমার শুটিং শুরু হওয়ার আগে, তিনি শুধু এই একটি সিনেমার জন্য দীর্ঘ সময় নিয়ে নিজেকে প্রস্তুত করেছেন, যেটা বাংলাদেশি হিসেবে প্রথম। ওনার সাথে কাজ করে অনেক ভালো লাগছে। আর এত লম্বা একটা জার্নি ছিলো যে, আমরা সবাই ফ্যামিলির মতো ছিলাম। কো-আর্টিস্ট হিসেবে তিনি অনেক ফ্রেন্ডলি।’
ইতোমধ্যেই চলচ্চিত্রটির টিজার মুক্তি পেয়েছে। শিঘ্রই আসছে ট্রেলার।
ছবিটি দর্শকদের কাছে কেমন জনপ্রিয়তা পেতে পারে জানতে চাইলে নাবিলা বলেন, ‘‘আমাদের যতটুকু করার আমারা করেছি, এখন বাকি সব আল্লাহ ভরসা। তবে আমাদের সবার আশা যে, দর্শক আমাদের অনেক ভালোবাসা দিবে। যারা ‘ঢাকা অ্যাটাক’ দেখছেন, ভালোবাসছেন; তারা তো ধারণা করতেই পারছেন কেমন হবে। ‘মিশন এক্সট্রিম’ এর চেয়েও ডাবল ধামাকা নিয়ে আসছে।’’
উল্লেখ্য, ইতোমধ্যেই অস্ট্রেলিয়াতে লেখাপড়া শেষ করেছেন সাদিয়া নাবিলা। তিনি জি টিভির ‘সুপারস্টার অস্ট্রেলিয়া’র ফাইনালিস্ট ও ‘মিস ইন্ডিয়ার ওয়ার্ল্ডওয়াইড ২০১৭’-এর ফার্স্ট রানারআপ হয়েছিলেন। ২০১৪ সালের শেষের দিকে নাচের প্রশিক্ষক হিসেবে ‘ক্যানবেরা স্কুল অব বলিউড ড্যান্সিং’-এ যোগ দিয়েছেন।