২৪ ডিসেম্বর ৪৪ হলে মুক্তি পেলো ‘মৃধা বনাম মৃধা’ সিনেমা। মুক্তির এক সপ্তাহ আগেই চূড়ান্ত হল সংখ্যা প্রকাশ করেছেন ছবিটির পরিবেশক জনপ্রিয় নির্মাতা অনন্য মামুন।
তিনি জানান, অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের ব্যানারে সিনেমাটি পরিবেশিত হতে যাচ্ছে। ২৪ ডিসেম্বর চলচ্চিত্রটি ৪৪ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে। এরপর টফি অ্যাপের অরিজিনাল হিসেবে মুক্তি দেয়া হবে টফি অ্যাপে।
হালের হার্টথ্রব চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে এই সিনেমায় অভিনয় করছেন টিভি নাটকের দুই জনপ্রিয় মুখ নোভা ও সানজিদা প্রীতি। সামাজিক প্রেক্ষাপটে নির্মিত ভিন্নধারার গল্পে নির্মিত ‘মৃধা বনাম মৃধা’ ছবিটিতে তথাকথিত কোন জুটি নেই।
সিনেমাটি নির্মাণ করছেন বিজ্ঞাপন নির্মাতা রনি ভৌমিক। এর মাধ্যমে সিনেমায় অভিষেক হচ্ছে পরিচালক রনি ও নোভার।
এছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন তারিক আনাম খান, নিমা রহমান, মিলন ভট্টচার্য, তৌফিকুল ইসলাম ইমন, মাসুদুল আমিন রিন্টুসহ আরও অনেকে।
ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই চলচ্চিত্রের দৃশ্যধারণ শেষ হয় সেপ্টেম্বরে। আনকাট সেন্সর ছাড়পত্র পায় ১২ ডিসেম্বর।
সিনেমাটি প্রসঙ্গে চিত্রনায়ক সিয়াম আহমেদ বলেন, এই সিনেমার গল্পের প্লটটা এতো চমৎকার এবং চিত্রনাট্যকার রায়হান খান এতো নিখুঁতভাবে লিখেছেন আমি কাজটি মন থেকে করতে চেয়েছি। এই ধরনের কাজ আমি আগে করি নি এবং শুনিও নি যে পারিবারিক ও সামাজিক গল্প এতো দারুণ হতে পারে। আমাদের সিনেমায় পারিবারিক গল্প দেখাই যায় না। সবদিক বিবেচনা করে কাজটির সঙ্গে থাকতে পেরে আনন্দিত।