নুরুল ইসলাম
আজ গুনী চলচ্চিত্র নির্মাতা ও জাতীয় পুরস্কার পাওয়া সম্পাদক সাইদুল আনাম টুটুলের প্রয়াণ দিবস। গত ১০ ডিসেম্বর মুক্তি পেয়েছে তাঁর নির্মিত সর্বশেষ চলচ্চিত্র ‘কালবেলা’। সিনেমাটির মূখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ও উপস্থাপিকা তাহমিনা অথৈ। টুটুলের মৃত্যুবার্ষিকীতে তাঁর সম্পর্কে এই চিত্রনায়িকা বলেন, ‘সাইদুল আনাম টুটুল বেঁচে থাকবেন তাঁর সৃষ্টির মধ্যে।’
তাহমিনা অথৈ বলেন, ‘‘কালবেলা’ সিনেমা মুক্তি পেয়েছে, কিন্তু তিনি নেই- সেটা অনেক বেদনার। যার সন্তান সেই দেখে যেতে পারলেন না। আমার কাছে মনে হয়, প্রত্যেকটা সিনেমা একজন পরিচালকের কাছে সন্তানতুল্য। উনি বেঁচে থাকলে হয়তো এই কালবেলার অধ্যায় অন্যরকম হতো! আমরা আরও আগেই এটা দেখতে পেতাম। উনি না থাকাতে আমাদের এবং পরিবার থেকে শুরু করে উনার সাথে কাজে সংশ্লিষ্ট সকলের অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। আজ তিনি নেই, কিন্তু তাঁর কাজ আছে; গুনীজনরা এভাবেই বেঁচে থাকেন উনাদের সৃষ্টির মধ্য দিয়ে। ’’
‘কালবেলা’ সিনেমা নিয়ে আক্ষেপ করে এই অভিনেত্রী বলেন, ‘আমরা যতটা পরিশ্রম আর কষ্ট করেছি, সেই পরিমাণ দর্শক আমরা পাই নি। এটা একটা ব্যর্থতা। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যারা দেখেছেন, তারা প্রশংসা করলেও সিনেমা হলে সেই তুলনায় দর্শক কম ছিলো। ১৮ ডিসেম্বর তাঁর প্রয়াণ দিবস। আজ পর্যন্ত হলে সিনেমাটি থাকলে ভালো হতো। ওই যে বললাম আসল মানুষ না থাকলে যা হয় আর কি!’
তিনি আরও বলেন, ‘একটা ভালো লাগাও কাজ করছে যে, তাঁর নির্মাণটা দর্শকের সামনে এসেছে। মুগ্ধতা ছড়িয়েছে। তিনি খুশি হবেন এটা দেখে যে, তাঁর স্বপ্নের ‘কালবেলা’র শেষটুকু আমরা বাস্তবায়ন করেছি। দর্শক মহলে বেশ সাড়া পেয়েছে।’
অভিনেত্রী তাহমিনা অথৈর আরও খবর
⇒ সৃজনশীলতায় মেতে না উঠলে হতাশা বেশি গ্রাস করবে : তাহমিনা অথৈ
⇒ তাহমিনা অথৈ অভিনীত টেলিফিল্ম ‘প্রেম যেন এক প্রজাপতি’
‘কালবেলা’ তার অভিনীত প্রথম সিনেমা। এ প্রসঙ্গে অথৈ বলেন, ‘এটা আমার প্রথম কাজ। আমি চেষ্টা করেছি ভালো করার। স্যার (সাইদুল আনাম টুটুল) দূর থেকেই হয়তো আমাকে আশীর্বাদ করবেন। আমি আরও ভালো ভালো কাজ উপহার দিতে চাই, যদি আমাকে সেই সুযোগ দেয়া হয়।’
‘কালবেলা’ চলচ্চিত্রটি প্রযোজনা ও অসমাপ্ত কাজ শেষ করেছেন টুটুলের সহধর্মীনী মোবাশ্বেরা খানম। এতে প্রধান দু’টি চরিত্রে অভিনয় করেছেন তাহমিনা অথৈ এবং শিশির আহমেদ। অন্যান্য চরিত্রে রয়েছেন মাসুম বাশার, মিলি বাশার, জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, শেখ মাহবুবুর রহমান, সায়কা আহমেদ, জুলফিকার চঞ্চল, কোহিনুর আলম, তানভীর মাসুদসহ অনেকে।
‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতার বিজয়ী তাহমিনা অথৈ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলায় মাস্টার্স করেছেন। টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করছেন। পাশাপাশি নিয়মিত টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনাও করছেন তিনি। এছাড়াও তিনি ‘ছেলেটি অদ্ভুত’ ও ‘চট্টলা এক্সপ্রেস’ নামে আরও দু’টি চলচ্চিত্রে অভিনয় করছেন।