ঢাকাই চলচ্চিত্রের তুমুল আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরীমনি মা হতে চলেছেন। আর তার সন্তানের বাবা হচ্ছেন অভিনেতা শরীফুল রাজ। পরীমনি ও রাজ নিজেরাই বিষয়টি জানিয়েছেন।
জনপ্রিয় এই নায়িকা গণমাধ্যমকে জানান, আজ দুপুরে ডাক্তারের কাছে গিয়ে তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন। শরীফুল রাজ ডাক্তারখানা থেকে বের হয়ে নিজেকে অভিনন্দন জানিয়ে পরীকে ধন্যবাদ জানিয়ে একটি ছবিও পোস্ট করেছেন।
পরীমনি বলেছেন, ডাক্তার তাকে এখন সাবধানে চলাফেরা করতে বলেছেন। শুটিং থেকেও তিনি নিজেকে দূরে রাখছেন। আগামী দেড় বছর কোনো শুটিং করবেন না তিনি। বাচ্চাকে সুন্দরভাবে পৃথিবীতে আনতে চান তিনি।
পরীমনি জানান, গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’ এর সেটে পরী-রাজের প্রেম হয়। প্রেমের সম্পর্ক থেকে তাঁরা দুজন গোপনে বিয়ে করেন। এদিকে তিন দিন আগে মিষ্টি খাইয়ে পরিচালক গিয়াসউদ্দীন সেলিমকে বিয়ের খবর দিয়েছেন পরীমনি-এমনটাই জানালেন সেলিম। পরিচালক চয়নিকা চৌধুরীও জানান, বিষয়টি তিনি জেনেছেন।
ঢালিউডের বেশ কিছু হিট সিনেমায় অভিনয় করেছেন পরীমনি। এর মধ্যে ‘মহুয়া সুন্দরী’ সিনেমাটি তাকে পরিচিতি এনে দেয়। এছাড়া তিনি গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হন। সম্প্রতি তাঁর মুক্তিপ্রাপ্ত ‘বিশ্বসুন্দরী’ সিনেমাও বেশ সমাদৃত হয়েছে।
এ সময়ের জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ। আইসক্রিম সিনেমার মাধ্যমে অভিষেক। এরপর করেছেন বহুল জনপ্রিয় সিনেমা ‘ন ডরাই’। এরপর পেছন ফিলে তাকাতে হয় নি। এরপর একের পর এক সিনেমা করেছেন শরিফুল রাজ।