টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদকে নিয়ে সাকিল সৈকত নির্মাণ করছেন নাটক ‘তোমার প্রতীক্ষায়’। এই নাটকে রূপম নামের এক স্বনামধন্য সঙ্গীতশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। তার সঙ্গে জুটি বেঁধেছেন আইশা খান।
রোমান্টিক-ট্রাজেডি ঘরানার এই নাটকটির গল্প ও চিত্রনাট্য করেছেন সাগর আহমেদ। টাইটেল গানসহ দুটি গান লিখেছেন সাগর শরীফুজ্জামান। গান দুটিতে সুর করেছেন আব্রাহাম তামিম। গান গেয়েছেন শুভ্র সরকার। মিউজিক কম্পোজ করেছেন বেলাল মাহমুদ।
রূপম দেশের একজন স্বনামধন্য সঙ্গীতশিল্পী। তাঁর গানে পাগল ঈশিতা। এক সময় গানের ভক্ত ঈশিতার প্রেমে পড়ে রূপম। এই প্রেম চড়াই-উৎরাই পেরিয়ে পূর্ণতা পায়। আবার সেটি কালের পরিক্রমায় হারিয়ে যায়। রোমান্টিক কাহিনী মোড় নেয় রোমান্টিক ট্রাজেডিতে।
এরকম সুন্দর একটি গল্পে সুন্দর কিছু লোকেশন নাটকটির শুটিং সম্পন্ন করেছেন সাকিল সৈকত। ভালোবাসা দিবসের কালে এই নাটক সকলের ভালো লাগবে বলে প্রত্যাশা নির্মাতার।
ইতোমধ্যে রাজধানীর উত্তরা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা পার্কসহ বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। শীঘ্রই একটি বেসরকারি টেলিভিশনে মুক্তি পাবে এটি।
এই নাটকে ইরফান সাজ্জাদ ও আইশা খান ছাড়াও আরও অভিনয় করেছেন হানিফ পালোয়ানসহ অনেকে।