কালচারাল ইয়ার্ড ডেস্ক :
সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো চলচ্চিত্র শিল্পী সমিতি ও অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। এবার অনুষ্ঠিত হলো টেলিভিশন নাট্যকার সংঘের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে সংঘের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হারুন রশীদ ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আহসান আলমগীর।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক সভায় নাট্যকারদের সর্বসম্মতিক্রমে ১৯ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়া হয়।
২০২২-২৩ সালের জন্য গঠিত কমিটির সহ সভাপতি হয়েছেন রেজানুর রহমান, জিনাত হাকিম ও ইফফাত আরেফীন তন্বী। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আজম খান, স্বাধীন শাহ্ ও মহিউদ্দিন আহমেদ।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন রেজাউর রহমান রিজভী, অর্থ সম্পাদক- বিদ্যুৎ রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক- টুকু মজনিউল, তথ্যপ্রযুক্তি ও অনুষ্ঠান বিষয়ক সম্পাদক- দীপু হাজরা, দপ্তর সম্পাদক- রাজীব মণি দাস, আইন ও সমাজকল্যাণ সম্পাদক- আরিফ খান স্বাধীন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক- অঞ্জন আইচ।
কার্যকরী সদস্য হিসেবে কাজ করছেন- ফজলুল করিম, মেজবাহউদ্দীন সুমন, সাজিন আহমেদ বাবু ও হাসি ইকবাল।
মাসুম রেজার সভাপতিত্বে শুক্রবার বিকাল ৪টায় জাতীয় সংগীতের মাধ্যমে টেলিভিশন নাট্যকার সংঘের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিদায়ী সাধারণ সম্পাদক এজাজ মুন্না।
এরপর সদ্যপ্রয়াত টেলিভিশন নাট্যকার সংঘের সদস্য এবং উপদেষ্টা, বিশিষ্ট নাট্যজন ড. ইনামুল হকের প্রতি নাট্যকারদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।
এরপর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক স্বাধীন শাহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিদায়ী সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক তাদের প্রতিবেদন উপস্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়াও সংগঠনের উন্নয়নে সদস্যরা বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন।
দ্বি-বার্ষিক সাধারণ সভার শেষ ভাগে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন নতুন কমিটি প্রস্তাব করেন। এ সময় সাধারণ সভায় উপস্থিত সংগঠনের সদস্য নাট্যকারগণ করতালির মাধ্যমে সর্বসম্মতিক্রমে নতুন কমিটিকে অনুমোদন দিয়ে স্বাগত জানান।
এর আগে ১৯৯৮ সালে প্রথম এবং ২০০১ সালে দ্বিতীয়বারের মতো সম্মেলনের মাধ্যমে নাট্যকাররা একত্রিত হয়েছিলেন। কিন্তু অল্প সময়ের মধ্যে তাদের কার্যক্রম বন্ধ হয়ে যায়। অবশেষে ২০১৬ সালের ২ এপ্রিল থেকে নিয়মিতভাবে প্রতি দুই বছর অন্তর অন্তর নতুন কমিটি গঠিত হচ্ছে।