কালচারাল ইয়ার্ড ডেস্ক :
রফিক সিকদার নির্মিত সিনেমা ‘বসন্ত বিকেল’ আগামী ২০ মে মুক্তি পাচ্ছে। ১৯ মার্চ সন্ধ্যায় এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রযোজনা প্রতিষ্ঠান আর বিএস টেক এর কর্নধার শামছুজ্জামান রিমন সিনেমাটির তারিখ ঘোষণা করেন।
এর আগে ২০১৯ সালের ২৩ নভেম্বর বিএফিডিসিতে জমকালো আয়োজনে বসন্ত বিকেল সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। কিন্তু করোনাকালীন সময় ছবিটির শুটিং আটকে ছিলো। এর মধ্যে ছবিটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে।
গত ফেব্রুয়ারি মাসের ২০ তারিখে সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছেন। এই সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন রফিক সিকদার।
এতে প্রধান চরিত্র রুদ্র ও চন্দ্রাবতী চরিত্রে অভিনয় করেছেন শিপন মিত্র এবং সুবাহ শাহ হুমায়রা । এ ছাড়াও আরও অভিনয় করেছেন ওমর সানি, শাহনুর, সুচরিতা, ডন, শিবা শানু, প্রমুখ।
এছাড়া ছবিটিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, নির্মাতা দেবাশীষ বিশ্বাস ও মোস্তাফিজুর রহমান মানিক। অতিথি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া।
মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতিবিজড়িত পাবনা শহরকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে সিনেমাটির কাহিনি। গল্পে দেখা যাবে, সুচিত্রার শহরে শৈশব থেকে বেড়ে ওঠা মুসলিম ধর্মাবলম্বী রুদ্র ও হিন্দু ধর্মাবলম্বী চন্দ্রাবতীর দুরন্ত প্রেম। দুজনে পরিণত বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রণয়ে জড়িয়ে পড়ে, যার সমাপ্তি ঘটে বিয়োগান্তক এক পরিস্থিতির ভেতরে, এক বসন্ত বিকেলে।
‘বসন্ত বিকেল’ ভালো না লাগলে টাকা ফেরত দিবেন পরিচালক
‘বসন্ত বিকেল’ সিনেমা নিয়ে পরিচালক রফিক শিকদার বলেন, বসন্ত বিকেল সিনেমা বানাতে গিয়ে আমি অনেকবার কেঁদেছি। এটি আমার জীবনের অনেক স্বপ্নের সিনেমা, তেমনি এটি আমার জীবন থেকে অনেক কিছু কেড়ে নেওয়ার একটি সিনেমা। এই সিনেমাটি বানানোর পরিকল্পনা এসেছে আমার মায়ের মৃত্যুর পর। আমি যখন এ দেশ থেকে চলে যাওয়ার পরিকল্পনা করেছিলাম, তখনই এই সিনেমাটি বানানোর সিদ্ধান্ত নেই।
তিনি আরও বলেন, কেউ যদি বলেন এই সিনেমাটি দেখে আমার ভালো লাগে নি তাহলে আমি তার হলের টিকিট সশরীরে ফেরত দেবো। কারণ আমি সিনেমা শিল্পে টাকার জন্য আসি নি। আমি আমার পকেটের টাকা খরচ করে সিনেমা বানাই।
চিত্রনায়িকা সুবহা বলেন, ‘বসন্ত বিকেল’ একটি মৌলিক গল্পের সিনেমা। পুরো টিমের কষ্ঠের একটি ফসল। প্রথম আমার অভিনীত একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এই গল্পটির সঙ্গে আমার বাস্তব জীবনের অনেক মিল আছে। সবাই সিনেমাটি হলে গিয়ে দেখবেন।