প্রথমবারের মতো জুঁটি বেধে সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও সংবাদ পাঠিকা রেহনুমা মোস্তফা। দেশের প্রেক্ষাগৃহগুলোতে আগামী ২৫ মার্চ দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাচ্ছে তাদের ‘লকডাউন লাভ স্টোরি’ ছবিটি। একই সঙ্গে মুক্তি পাচ্ছে ওটিটি প্লাটফর্মেও।
করোনা মহামারির সময় মানুষের জীবন ও লকডাউনের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। শাহ আলম মণ্ডল পরিচালিত এই সিনেমাটি শাপলা মিডিয়ার ব্যানারে ও শুভ ফিল্মস ইন্টারন্যাশনাল নিবেদিত ছবিটির মিডিয়া পার্টনার ভয়েস টেলিভিশন ও সিনেবাজ অ্যাপ।
পরিচালক শাহ আলম মণ্ডল ছবিটি নিয়ে জানান, সময়োপযোগী একটি চলচ্চিত্র নির্মাণের চেষ্টা ছিলো। করোনাভাইরাসের জন্য আমাদের জীবনে লকডাউনের যে প্রভাব, তার চিত্র ফুটে উঠেছে সিনেমায়। এই ঘরবন্দী সময়ে ভালোবাসাবাসিটা কেমন ছিলো সে গল্পও উঠে এসেছে।
সিনেমাটি প্রিমিয়ার শো শেষে সবার প্রশংসা পেয়েছে বলেও জানান পরিচালক। এর গল্প দর্শকের মন ভরাবে বলে আশা করছি।
চিত্রনায়ক ইমন বলেন, ‘একটি ভিন্নধর্মী ভাবনা ও অভিজ্ঞতার গল্প বলবে লকডাউন লাভ স্টোরি। এই সিনেমাটার শুটিং লকডাউনের মধ্যে হয়েছে। অনেক যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক। আমার বিশ্বাস এই সিনেমার গল্প, চিত্রনাট্য দর্শকের ভালো লাগবে।’