আসন্ন ঈদুল আযহার উপলক্ষে নির্মিত হয়েছে একক নাটক ‘ভেলকিবাজী’ । নাটকটিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন আরিফ হাসান ও প্রিয়াঙ্কা জামান। এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা নীহাজ খান।
একটি শুটিং ইউনিটের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। গল্পে দেখা যাবে, একটি শুটিং ইউনিট শুটিং করতে গিয়ে নায়কের অনুপস্থিতিতে বিপাকে পড়েন নির্মাতা। নায়কের অপেক্ষায় অলস সময় পার করছেন তারা। হঠাৎ করে নির্মাতার মোবাইলে এসএমএস আসে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি আছেন নায়ক। তিনি শুটিংয়ে অংশ নিতে পারবেন না। এমন পরিস্থিতিতে চরম বিপাকে পড়েন নির্মাতা।
মাথায় যেন আকাশ ভেঙে পড়লো প্রযোজকের। এমন অবস্থায় সহকারি পরিচালক বুদ্ধি দেয় শুটিং বন্ধ না করে নির্মাতাকেই নায়কের চরিত্রে অভিনয় করতে। প্রযোজক ও অন্যান্য শিল্পী এই প্রস্তাবে সায় দেয়। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প …
আরিফ-প্রিয়াঙ্কা ছাড়াও মিডিয়া ক্রিয়েশন প্রযোজিত এই নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, এবিএম সোহেল, ইমরান আজান, লিজা খানম, শেখ স্বপ্না, তানজিদা তারিন, নুরুল ইসলাম রানা, মিজান, সেতু, ফারুক রাজ প্রমুখ।
‘ভেলকিবাজী’ প্রসঙ্গে নির্মাতা নীহাজ খান জানান, গত ঈদের নাটক ‘ময়দা সুন্দরী’র জনপ্রিয়তায় হিরো আরিফ হাসানকে নিয়ে আবারও আসছে ঈদে একটি বেসরকারি টেলিভিশনে দেখা যাবে মজাদার ‘ভেলকিবাজী’ নাটকটি।