আংটি বদলের দু’বছর পার হলেও বিয়ের খবর নেই, কি বলছেন ফারিয়া
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক :
উপস্থাপিকা থেকে জনপ্রিয় অভিনেত্রী হওয়া নুসরাত ফারিয়ার আংটি বদলের খবর পাওয়া গিয়েছিলো দু বছর আগে। কিন্ত এখনও হয়নি বিয়ে। এ নিয়ে কি বলছেন নুসরাত ফারিয়া।
২০২০ সালের ২১ মার্চ রনি রিয়াদ রশীদের সঙ্গে আংটি বদল হয়েছিল তার। সে বছরের নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তাদের। কিন্তু এর মধ্যে পেরিয়ে গেছে দুই বছর। বিয়েটা আর হয়নি। বিয়ে কী হবে, আর হলে কবে বিয়ে, সে বিষয়ে মুখ খুললেন ফারিয়া।
ফারিয়া জানিয়েছেন, আপাতত এই বিয়ের কোনো সম্ভবনা নেই।
তিনি বলেন, ‘এখনই বিয়ে আর হচ্ছে না। বিয়ের বয়স তো শেষ হয়ে যায়নি আমার। এখন আমার অনেক কাজ বাকি। কাজ শেষ না করে বিয়ে করছি না। কবে হবে, তাও বলতে পারছি না।’
এদিকে কলকাতায় তিনি একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করে দেশে ফিরেছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে আরও দুটি সিনেমা।
জানা গেছে, নুসরাত ফারিয়া সুপারস্টার শাকিব খানের সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন সম্প্রতি। আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত বিজ্ঞাপনচিত্রটির শুটিং সম্পন্ন হবে। আপাতত তারই প্রস্তুতি নিচ্ছেন তিনি।