জনপ্রিয় কণ্ঠশিল্পী খায়রুল ওয়াসী ওয়েব ফিল্ম ‘হোটেল নিরিবিলি’-তে গান গাইলেন। ‘প্রেম গভীরে’ শিরোনামের গানটিতে তিনি সুরও করেছেন। গানিটি লিখেছেন এনআই বুলবুল, সংগীত পরিচালনায় এমএ রহমান।
মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও শবনম ফারিয়াসহত অনেকে।
ফিল্মটিতে গান গাওয়া প্রসঙ্গে খায়রুল ওয়াসী জানান, ক্যারিয়ারে বেশ কিছু ভালো গান করার সুযোগ তিনি পেয়েছেন। নতুন এ গানটি নিয়েও তিনি বেশ আশাবাদী।
অনেকের কাছ থেকে এর মধ্যে গানটি নিয়ে বেশ প্রশংসা পেয়েছেন বলেও জানান খায়রুল। ওয়েবফিল্মটিও দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে বলেও জানান তিনি।
খায়রুল ওয়াসী এর আগে বেশকিছু টেলিভিশন নাটক ও ওয়েব ফিল্মে অভিনয় করেছেন। তিনি চলচ্চিত্রে গান গেয়েছেন ও সুর করেছেন। বর্তমানে লাইভ শো ও স্টেজ শো নিয়েও তিনি ব্যস্ত সময় পার করছেন।