ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে নায়িকা পূজা চেরির প্রেমের গুঞ্জন এখন সর্বত্র। আর যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার পর এর গুঞ্জন আরও জোরালো হচ্ছে। এ নিয়ে এতোদিন চুপ থাকলেও এবার মুখ খুললেন এই নায়িকা।
শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে তার মধ্যে দেখা গেছে অভিমান ও ক্ষোভ। এমনকি ধৈর্যের সীমা অতিক্রম করলে মুখ খুলবেন বলে জানিয়েছেন পূজা।
পূজা বলেন, ‘আমি যখনই যার সঙ্গে কাজ করেছি তখনই তার সঙ্গে প্রেম করছি বলে গুঞ্জন ছড়িয়েছে। সিয়াম, আদ্রিত এদের সঙ্গে পর্দায় রোমান্টিক দৃশ্যে অভিনয় করেছি। অনেকে সেটাকেও বাস্তবের রোমাঞ্চ বলে বেড়িয়েছেন। এমনও শুনেছি, আমি নাকি সিয়ামের বিয়ের দিন ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছি! কিন্তু বিষয়টি কি সত্যি হয়েছে? এমন তো না আমি অনেক কাজ করে ফেলেছি, আমার ক্যারিয়ার এখন নেই। তাই প্রেম, বিয়েশাদি করে চলে যাব।’
পূজা বলেন, ‘মিথ্যা বলব না, প্রেম তার সঙ্গে করেছি; সেটা চরিত্রের জন্য, সিনেমার জন্য। আমি যে শাকিব খানের সঙ্গে প্রেম করছি, কেউ কি দেখেছেন? কেউ কি দেখেছেন, আমি ও শাকিব খান একসঙ্গে কোনো রেস্তোরাঁয় বসে খাচ্ছি বা হাত ধরে আমরা হাঁটছি?’
পূজা বলেন, এখন কিছু আর বলব না। আমার ধৈর্যের সীমা অতিক্রম করলে তখন মুখ খুলব।’
১৩ অক্টোবর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পূজা চেরি। ওই অনুষ্ঠানে শাকিবেরও অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু শাকিব আপাতত যুক্তরাষ্ট্রে যাচ্ছেননা এমনটা জানা গেছে।