প্রথমবারের মতো ঢাকা মাতাতে আসছেন জনপ্রিয় বলিউড তারকা আইটেম গার্ল নোরা ফাতেহি। আগামী ১৮ নভেম্বর ঢাকার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে জনপ্রিয় কয়েকটি গানে মঞ্চ মাতাবেন তিনি। উইমেনস লিডারশিপ কর্পোরেশন আয়োজিত গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ড অনুষ্ঠান হচ্ছে মূলত এটি।
অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেবেন নোরা ফাতেহি। সেই সঙ্গে করবেন পারফর্মও। উইমেনস লিডারশিপ কর্পোরেশনের সভাপতি ইসহরাত জাহান মারিয়া জানিয়েছেন নোরাকে ঢাকায় আনার আয়োজন সম্পন্ন হচ্ছে। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ব্ল্যাক লিফও এই আয়োজনের সঙ্গে আছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে ঢাকায় আগমন উপলক্ষে ইতোমধ্যে একটি ভিডিও বার্তা দিয়েছেন নোরা। তিনি জানিয়েছেন, ১৮ নভেম্বর তিনি ঢাকায় আসছেন। ভিডিও বার্তায় তিনি এও বলেছেন, বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা। আপনাদের সঙ্গে দেখা করার জন্যে আমি মুখিয়ে আছি। ১৮ নভেম্বর দেখা হবে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ব্ল্যাক লিফের চেয়ারম্যান সৈকত জোয়ারদার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।