কালচারাল ইয়ার্ড ডেস্ক:
পোড়ামন ও পরাণ খ্যাত নির্মাতা রায়হান রাফী ইতোমধ্যে নিজের জাত চিনিয়ে ফেলেছেন। ঢাকাই সিনেমার হালের জনপ্রিয় এই চলচ্চিত্র নির্মাতা নির্মাণ সম্পন্ন করেছেন দামাল সিনেমা। সিনেমাটির প্রচারণা নিয়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। কারণ আগামী ২৮ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।
মঙ্গলবার ১১ অক্টোবর সন্ধ্যায় বসুন্ধরা সিটিতে ছবিটির মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন পরিচালক রাফী।
সংবাদ সম্মেলনে রায়হান রাফী বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে যেসব সিনেমা তৈরি হয় সেগুলো বেশিরভাগই অনুদানের সিনেমা। বাণিজ্যিকভাবে কেউ মুক্তিযুদ্ধের সিনেমা বানায় না। এ সময় অনেকটা ইমোশনাল হয়ে পড়েন তিনি।
রাফী জানান, এই ছবি বানাতে গিয়ে তিনি যে পরিমাণ কষ্ট করেছেন তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এই কারণে দামাল সিনেমাকে তিনি ক্যারিয়ারে এখন পর্যন্ত বানানো বেস্ট সিনেমা বলে আখ্যায়িত করেন।
তিনি বলেন, দর্শকেরা আমাকে যেভাবে বিশ্বাস করেছে কোনোভাবে তারা দামাল দেখে হতাশ হবেন না। সব ছবি আমার সন্তান। কিছু সন্তান জন্ম দিতে গিয়ে মায়েদের একটু বেশি কষ্ট করতে হয়। দামাল এর ক্ষেত্রেও তাই হয়েছে। দামাল বানাতে গিয়ে প্রসব বেদনার মতো কষ্ট করেছি।
তিনি আরও বলেন, আমরা আমাদের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করেছি ভালো কিছু করার। যা সব শ্রেণির দর্শক হলে গিয়ে পরিবার নিয়ে দেখতে পারবে। সেই সঙ্গে তারা হাততালি দেবে, নাচবে, কাঁদবে এবং বের হওয়ার সময় তৃপ্তি নিয়ে বের হবে।
একাত্তরের স্বাধীন বাংলা ফুটবল দলের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে সিনেমা দামাল। সিনেমাটিতে বর্তমানের মহিলা ফুটবল দলের বীরত্বগাঁথাও তুলে ধরা হয়েছে। ফরিদুর রেজা সাগরের গল্পে ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। লেখক নাজিম উদ দৌলাকে সঙ্গে নিয়ে ছবিটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।
ছবিটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরীফুল রাজ, বিদ্যা সিনহা মীম, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমি, সৈয়দ নাজমুস সাকিবসহ অনেকে।
আরও পড়ুন: প্রকাশ পেলো ‘দামাল’ সিনেমার দ্বিতীয় গান