আবারও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক হলেন বাংলাদেশের আরিফুল ইসলাম
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
এবার ভারতের মহারাষ্ট্রে অনুষ্ঠিতব্য মিল্কওয়ে ফিল্ম অ্যাওয়ার্ডস-২০২৩ এর বিচারক হলেন বাংলাদেশের চলচ্চিত্রকার মোঃ আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম এ নিয়ে ভারতের ৭টি চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এর আগে ভারতের ১৫তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৩ এর বিচারক হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন আরিফুল ইসলাম। গত বছর ভারতের রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত ১৪তম জয়পুর আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব-২০২২, ভারতের মহারাষ্ট্রে অনুষ্ঠিত ফিল্মেসিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২২, ভারতের মহারাষ্ট্রের রোশনাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২২, ভারতের ৫ম আরিয়ান ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ফিল্ম ফ্যাসটিভ্যাল ২০২২ এবং ভারতের ১৬তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফ্যাসটিভ্যাল-২০২২ এর বিচারক হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।
এছাড়া ২০১৯ সালে আমেরিকার হাইওয়ে ৬১তম ফিল্ম ফ্যাসটিভ্যাল-২০১৯ এর বিচারক হিসাবে দায়িত্ব পালন করার মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারক হিসাবে কাজ শুরু করেন তিনি।
উৎসবের বিচারক হিসেবে কাজ করা প্রসঙ্গে মোঃ আরিফুল ইসলাম কালচারাল ইয়ার্ডকে বলেন, মিল্কওয়ে ফিল্ম অ্যাওয়ার্ডস-২০২৩ এর বিচারক হিসেবে তাকে তাদের সিলেক্টেড চলচ্চিত্রগুলো দেখে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তদের তালিকা তৈরি করে পাঠাতে হবে। ইতোমধ্যে চলচ্চিত্রগুলো দেখার লিংক ও ফরম প্রদান করেছে উৎসব কর্তৃপক্ষ। এই চলচ্চিত্রগুলো দেখে বিচারের কাজ শেষ করে উক্ত চলচ্চিত্র উৎসবের কৃর্তপক্ষের কাছে পাঠাতে হবে ১৫ নভেম্বর ২০২২ এর মধ্যে। এই চলচ্চিত্র্ অ্যাওয়ার্ড অনুষ্ঠান ৩০ নভেম্বর ২০২২ এ অনুষ্ঠিত হবে।
বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বিচারক হিসাবে কাজ করার বিষয়ে মোঃ আরিফুল ইসলাম বলেন, “এটা খুবই সন্মানের বিষয় দেশের বাইরের কোন আর্ন্তজার্তিক চলচ্চিত্র উৎসবের বিচারক হওয়া। আর আমি কাজটা খুবই উপভোগ করি। আমি ২০১৯ সালে প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক হিসাবে আমেরিকার হাইওয়ে ৬১তম ফিল্ম ফ্যাসটিভ্যাল-২০১৯ এর বিচারক ছিলাম। উক্ত চলচ্চিত্র উৎসেবে আমার বিচারের মাধ্যমে Student Short এ ত্রেুায়োশিয়ার Zoe ( Director: Marta Krunić ) এবং Drama Short এ হাঙ্গেরীর The Big Shot (Director: Miklós Borsos) সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছিল।” তারপর তো ভারতের একে একে ৬টা চলচ্চিত্র উৎসবের বিচারক হিসাবে কাজ করলাম। Milkyway Film Awards-2023 এর বিচারক হিসাবে কাজ করা ধরলে ৭মবার ভারতের চলচ্চিত্র উৎসবে বিচারক হিসাবে কাজ করা হবে।”
উল্লেখ্য, মোঃ আরিফুল ইসলাম নির্মিত স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র দেশে-বিদেশের মোট ৪৮টা চলচ্চিত্র উৎসবে প্রর্দশিত হয়েছে। আমেরিকা ও রোমানিয়ার চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কারও পেয়েছে তার নির্মিত চলচ্চিত্র।