চতুর্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণে কিংবদন্তি ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চু
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
রূপালী গিটার আর ফেরারি মনসহ বহু গানের স্রস্টা কিংবদন্তি ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের এই দিনেই তিনি পরপারে পাড়ি জমিয়েছিলেন। আশির দশক থেকে শুরু করে চার দশকে কালজয়ী সব গান সৃষ্টি করে সববয়সী বাঙালিকে এক সুতোয় বেঁধেছিলেন তিনি।
৫৬ বছরে বয়সে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে পরপারে চলে গেলেন এই কিংবদন্তি। চার বছর পেরিয়েও এখনও তিনি জনতার হৃদয়ে জ্বলজ্বল করছেন। তাঁর মৃত্যুদিনে সঙ্গীতাঙ্গন থেকে সব অঙ্গনের মানুষেরা শোক, শ্রদ্ধা আর তার সুরে মাতোয়ারা হয়ে তাঁকে স্মরণ করছেন।
কিংবদন্তি আইয়ূব বাচ্চু একাধিক ব্যান্ডের হয়ে কাজ করেছিলেন। তবে তিনি নিজের গড়া ‘এলআরবি’ দিয়ে খ্যাতি অর্জন করেন। তিনি একক গানেও অসামান্য সাফল্য পেয়েছেন।
‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘এখন অনেক রাত’, ‘এই রূপালি গিটার ফেলে’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’, ‘সেই তুমি কেন এত অচেনা হলে’, ‘সুখেরই পৃথিবী’, ‘ফেরারি এ মনটা আমার’সহ বহু কালজয়ী গান গেয়েছেন আইয়ূব বাচ্চু।
১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। তিনি এগারো বছর বয়সে বাবার কাছ থেকে একটি গিটার উপহার পান। সেটা দিয়েই সঙ্গীতের সূচনা করেন তিনি। তিনি পশ্চিমা সংগীতে দারুণ প্রভাবিত হন।
ভক্তরা তাকে ভালোবেসে ‘গিটার গড’, ‘গিটারের জাদুকর’ বলে ডাকেন। ২০১৮ সালের ১৮ অক্টোবর আইয়ূব বাচ্চু হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মারা যান। তার প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে একটি বিশাল গিটার ভাস্কর্য বানানো হয়েছে। যেটি তার স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে তাঁর জন্মভূমিতে।