কালচারাল ইয়ার্ড ডেস্ক:
পদ্মাসেতুর পশ্চিমপ্রান্তে অবস্থিত শেখ রাসেল সেনানিবাসে আয়োজন করা হয়েছে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’। এ উৎসবে এবারে আজীবন সম্মাননা পেয়েছেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সেনাবাহিনী প্রধান এসএম শফিউদ্দিন আহমেদ।
চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর তুলে দেন সনদপত্র, অর্থমূল্য চেক তুলে দেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। উত্তরীয় পরিয়ে দেন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আকতার রেনী।
সঙ্গীত জগতের তারকা শিল্পীদের উপস্থিতিতে জমকালো সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। পুরস্কার প্রদানের পাশাপাশি ছিলো সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, রেজওয়ানা চৌধুরী বন্যা, মোহাম্মদ খুরশীদ আলম, আবিদা সুলতানা, নকীব খান, কুমার বিশ্বজিৎ।
সঙ্গীক পরিবেশন করেন সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, হাবিব ওয়াহিদ, টিনা রাসেল, ইমরান, ঝিলিক, খায়রুল ওয়াসিসহ অনেকে।
ঈগল ড্যান্স গ্রুপের কোরিওগ্রাফিতে অংশগ্রহণ করেন নুসরাত ফারিয়া, সিয়াম, দীঘি, সাবিলা নূরের মতো অভিনেত্রী ও মডেলরা।
এবার যারা পেলেন পুরস্কার:
আধুনিক গান
শ্রেষ্ঠ শিল্পী : ফাহমিদা নবী
শ্রেষ্ঠ সুরকার : কিশোর
শ্রেষ্ঠ গীতিকার : আসিফ ইকবাল
শ্রেষ্ঠ ব্যান্ড : রেনেসাঁ
শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ারিং : আমজাদ হোসেন বাপ্পী
শ্রেষ্ঠ দ্বৈত সঙ্গীত শিল্পী : হাবিব ওয়াহিদ ও সিঁথি সাহা
শ্রেষ্ঠ ফোক ফিউশন শিল্পী : সাব্বির নাসির
শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী (পল্লীগীতি ও মরমী) : বাউল সুকুমার
ছায়াছবির গান- শ্রেষ্ঠ শিল্পী : ইমরান মাহমুদুল
শ্রেষ্ঠ সুরকার : ইমন চৌধুরী
শ্রেষ্ঠ গীতিকার : মীর সাব্বির
শ্রেষ্ঠ মিউজিক ভিডিও : পিপলু আর খান
শ্রেষ্ঠ নজরুল সঙ্গীত শিল্পী : প্রিয়াঙ্কা গোপ
নজরুল বিষয়ক সঙ্গীত শিল্পী ক্যাটাগরিতে কমিটি কর্তৃক নির্বাচিত বিশেষ পুরষ্কার : সাদিয়া আফরিন মল্লিক
শ্রেষ্ঠ রবীন্দ্র সঙ্গীত : শামা রহমান
শ্রেষ্ঠ নবাগত শিল্পী : নুজহাত সাবিহা পুষ্পিতা
শ্রেষ্ঠ যন্ত্রী শিল্পী (উচ্চাঙ্গ) : রুবা, টুংটাং, আশিক (দৃষ্টি প্রতিবন্ধী)
বিষয়ভিত্তিক গান
শ্রেষ্ঠ শিল্পী : ঝিলিক
শ্রেষ্ঠ সুরকার : শফিক তুহিন
শ্রেষ্ঠ গীতিকার : জুলফিকার রাসেল
গত চার দশকের চলচ্চিত্রের সেরা গান
গীতিকার : কবীর বকুল
সুরকার : কৌশিক হোসেন তাপস
শিল্পী : চন্দন সিনহা
বিশেষ অবদান : শফিক তুহিন।
সেরা প্রযোজনা প্রতিষ্ঠান : টিএম রেকর্ডস।
আগামী ২৮ অক্টোবর চ্যানেল আইতে পুরস্কার প্রদান অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: চতুর্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণে কিংবদন্তি ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চু