কালচারাল ইয়ার্ড ডেস্ক :
আগামীকাল ২১ অক্টোবর ঢাকাসহ সারা দেশের ১৯ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রফিক সিকদার নির্মিত সিনেমা বসন্ত বিকেল । ২০ অক্টোবর বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।
এর আগে, গত ফেব্রুয়ারি মাসের ২০ তারিখে সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছেন সিনেমাটি। নির্মাতা রফিক সিকদার নিজেই চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন।
আরবিএস টেক-এর কর্নধার শামছুজ্জামান রিমন প্রযোজিত বসন্ত বিকেল সিনেমায় প্রধান চরিত্র রুদ্র ও চন্দ্রাবতী চরিত্রে অভিনয় করেছেন শিপন মিত্র এবং সুবাহ শাহ হুমায়রা । এছাড়াও আরও অভিনয় করেছেন ওমর সানি, শাহনুর, সুচরিতা, ডন, শিবা শানু, প্রমুখ।
এছাড়া ছবিটিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, নির্মাতা দেবাশীষ বিশ্বাস ও মোস্তাফিজুর রহমান মানিক। অতিথি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া।
এর আগে ২০১৯ সালের ২৩ নভেম্বর বিএফিডিসিতে জমকালো আয়োজনে বসন্ত বিকেল সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়।
মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতিবিজড়িত পাবনা শহরকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে সিনেমাটির কাহিনি। গল্পে দেখা যাবে, সুচিত্রার শহরে শৈশব থেকে বেড়ে ওঠা মুসলিম ধর্মাবলম্বী রুদ্র ও হিন্দু ধর্মাবলম্বী চন্দ্রাবতীর দুরন্ত প্রেম। দুজনে পরিণত বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রণয়ে জড়িয়ে পড়ে, যার সমাপ্তি ঘটে বিয়োগান্তক এক পরিস্থিতির ভেতরে, এক বসন্ত বিকেলে।
বসন্ত বিকেল সিনেমাটি যেসব হলে মুক্তি পাচ্ছে- শ্যামলী সিনেমা (ঢাকা), আনন্দ সিনেমা (ঢাকা), বিজিবি অডিটোরিয়াম (ঢাকা), গীত সিনেমা (ঢাকা), চাঁদমহল সিনেমা (কাঁচপুর), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), ছায়াবানী সিনেমা (ময়মনসিংহ), রুপকথা সিনেমা (পাবনা), সুগন্ধা সিনেমা (চট্টগ্রাম), বর্ষা সিনেমা (জয়দেবপুর), নিউ মেট্রো সিনেমা (নারায়ণগঞ্জ) পূর্বাশা সিনেমা (শান্তাহার), শাপলা সিনেমা (রংপুর), সঙ্গীতা সিনেমা (খুলনা), চিত্রালী সিনেমা (খুলনা), বনলতা সিনেমা (ফরিদপুর), পান্না সিনেমা (মুক্তারপুর), মালঞ্চ সিনেমা (টাঙ্গাইল) ও আনন্দ সিনেপ্লেক্স (গুরুদাসপুর)।