আগামী ২৮ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘দামাল’। সিনেমাটি নিয়ে অভিনব সব প্রচারণা নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন সিনেমার টিম। এবার তারকা ফুটবলারদের মুখোমুখি হলেন দামাল টিমের সদস্যরা।
শনিবার ২২ অক্টোবর বসুন্ধরা কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস ক্লাবের তারকা ফুটবলারদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচে ‘দামাল’ এর জার্সি পরে মাঠে নামেন তারকা শিল্পীরা। বাংলাদেশে প্রথমবারের মতো এতো তারকা একসাথে ফুটবল ম্যাচ খেলেছে। মিডিয়া অঙ্গনের এক ঝাঁক তারকা ও দেশসেরা ক্লাব বসুন্ধরা কিংসের তারকা ফুটবলারদের মাঠের লড়াইয়ে দেশে ইতিহাস রচিত হবে বলে মন্তব্য করেন সিনেমাটির পরিচালক রায়হান রাফী।
এই সিনেমার গল্প লিখেছেন ফরিদুর রেজা সাগর। স্বাধীন বাংলা ফুটবল দল ও মুক্তিযুদ্ধকালীন গল্প নিয়ে ‘দামাল’ সিনেমাটি নির্মাণ করেছেন পোড়ামন ২ ও পরানখ্যাত নির্মাতা রায়হান রাফী। সিনেমাটিতে সিয়াম আহমেদ, শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, সুমিতসহ একঝাঁক তারকা অভিনয়শিল্পী অভিনয় করেছেন।