ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনির লেখা গল্প এবার পর্দায় উঠে আসবে। তবে এটি কী সিনেমা নাকি নাটক নাকি অন্যকিছু তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ২৪ অক্টোবর পরীমনির জন্মদিনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন পরিচালক রুদ্র হক।
পরীর কাহিনি ধরে ‘নতুন জন্মের গল্প’ নামের এই প্রজেক্টটির চিত্রনাট্য ও পরিচালণা করছেন রুদ্র হক। এ বিষয়ে নির্মাতা জানিয়েছেন, পরীমণির জন্মদিনে এটি একটি বিশেষ চমক হিসেবে থাকবে। পরীর জন্মদিনেই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
পরীমিনির এই গল্প বায়োগ্রাফি ধাঁচের কিছু একটা বলে ,নে করা হচ্ছে। এতে রাজ-পরী ও রাজ্যর প্রেমময় গল্পই উঠে আসবে বলে জানা গেছে।