কালচারাল ইয়ার্ড ডেস্ক:
‘চলচ্চিত্র নির্মাণে আধুনিক প্রযুক্তির ব্যবহার: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক প্রবন্ধ রচনার জন্য প্রস্তাব পেয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও গবেষক জান্নাতুল ফেরদৌস নীলা। ফিল্ম আর্কাইভ কর্তৃক এ গবেষণা প্রবন্ধের উপর ধারাবাহিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে রোববার ২৩ অক্টোবর।
আধুনিক ক্যামেরা, সম্পাদনা, লাইট, ডাবিং, কালার কারেকশন, ডিজিটাল সাউন্ড সিস্টেম, গ্রাফিক্স, স্পেশাল ইফেক্টসহ নানা ধরণের উন্নত প্রযুক্তির ব্যবহারে চলচ্চিত্র কিভাবে সমৃদ্ধ হয় বা হবে এ হচ্ছে নীলার গবেষণার বিষয়বস্তু।
গবেষক জান্নাতুল ফেরদৌস নীলা সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। চলচ্চিত্র শিক্ষক, চিত্রগ্রাহক ও পরিচালক পংকজ পালিত এবং চলচ্চিত্র পরিচালক হাসিবুর রেজা কল্লোল এই প্রবন্ধের উপর আলোচনা করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল। আর্কাইভের মহাপরিচালক মো. নিজামুল কবীর সেমিনারে সভাপতিত্ব করেন।
চলচ্চিত্র সম্পাদক ও পরিচালক ফজলে হক, পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, সাংবাদিক-অভিনেতা মীর নাসিমুল ইসলাম, চলচ্চিত্র গবেষক মীর সামছুল আলম বাবুসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট গবেষকগণ এ সেমিনারে বক্তব্য দেন।।
এদিকে ধারাবাহিক গবেষণা সেমিনারে আগামী ২৫ অক্টোবর ‘চলচ্চিত্র সংগীতে আজাদ রহমান’ শীর্ষক সেমিনার অনৃুষ্ঠিত হবে। ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে সেমিনার ‘বাংলাদেশে নারী নির্মাতার চলচ্চিত্রে নারীর ক্ষমতায়ন’, এবং ৩০ অক্টোবর ‘স্বাধীনতাত্তোর বাংলাদেশের চলচ্চিত্রে দেশাত্ববোধক গানের বৈশিষ্ট্য বিশ্লেষণ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে।
এদিকে ১ নভেম্বর ‘হুমায়ুন আহমেদের চলচ্চিত্রের শিল্পরুপ’, ৩ নভেম্বর ‘বাংলাদেশের চলচ্চিত্রে লোকউৎসব: নান্দনিক পরিসর ও তাত্ত্বিক পর্যালোচনা’, ৭ নভেম্বর ‘সত্তর দশকে বাংলাদেশের চলচ্চিত্র: শিল্পরূপ ও সাংস্কৃতিক প্রভাব’ এবং ৯ নভেম্বর ‘ওটিটি প্ল্যাটফর্মে বাংলাদেশি চলচ্চিত্র’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারগুলো বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার হলে অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন: ভারতের সর্বকালের সেরা সিনেমা ‘পথের পাঁচালী’