ইরান ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘দিন—দ্য ডে’ আবারও আলোচনায়। এর আগে ছবিটির দশ কোটি টাকা বাজেট নিয়ে আলোচনা-সমালোচনা ছিলো তুঙ্গে, সিনেমাটির মান নিয়েও নানা সমালোচনা ছিলো। আর এ সমালোচনাকে আরও উসকে দিয়েছে অনন্ত জলিলের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগে ছবিটির পরিচালক ও ইরানি প্রযোজক মুর্তেজা অতাশ জমজমের মামলার হুঁশিয়ারি। অনন্ত জলিল চুক্তি ও শর্ত ভঙ্গ করেছেন বলে এ সময় অভিযোগ করেছিলেন অতাশ।
এবার ফের মামলার হুঁশিয়ারি দিলেন ইরানি পরিচালক। অনন্ত জলিলের বিরুদ্ধে অচিরেই ইরানের আদালতে প্রতারণার স্বরূপ উন্মোচন করা হবে, এরপর বাংলাদেশের বিজ্ঞ আদালতের দ্বারস্থ হয়ে পাওনা আদায় করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ।
অতাশ জমজম ইনস্টাগ্রামে এক পোস্টে অভিযোগ করেন লেখেন, ‘বাংলাদেশের পর ছবিটির প্রযোজক ও পরিচালক হিসেবে আমার অনুমতি ছাড়াই মালয়েশিয়ায় মুক্তি দিয়েছেন আপনি। এখন সিঙ্গাপুরেও মুক্তির ঘোষণা দিয়েছেন। অচিরেই ইরানের আদালতে আপনার প্রতারণার স্বরূপ উন্মোচিত হবে, এরপর বাংলাদেশের বিজ্ঞ আদালতের দ্বারস্থ হয়ে আমি আপনার কাছ থেকে আমার পাওনা আদায় করব।’
তিনি লেখেন, ‘গণমাধ্যমে আপনার শিশুসুলভ দাবির জবাব দেওয়ার প্রয়োজন মনে করছি। আপনি বলেছেন যে শুধু বাংলাদেশের ব্যয়ভার আপনার ছিল। অর্থাৎ ইরানি টিমের বাংলাদেশে দুই সপ্তাহের থাকা-খাওয়ার খরচ! যদি এমনই হবে, তবে কী করে গণমাধ্যমে ছবির বাজেট ১০ মিলিয়ন ডলার দাবি করে এসেছেন। বাংলাদেশের শুটিং অংশে পুলিশের জন্য কয়েকটি প্লাস্টিকের বন্দুক, পুলিশের ইউনিফর্ম ও একটি পুরনো পুলিশের জিপের বেশি কিছুই ছিল না। এমনকি বাংলাদেশের অংশে যে গাড়িগুলো বিস্ফোরিত করার কথা ছিল, আপনি সেই গল্পটাই বাদ দিয়েছেন এবং কয়েক ঘণ্টার কিছু শটের জন্য আপনি একটি ট্যুরিস্ট হেলিকপ্টার ভাড়া করেছেন।
অতাশ জমজম লেখেন, আমরা আট মাসে ৭৭ দিন ইরান ও আফগানিস্তান শুটিংয়ের অংশে যথেষ্ট প্রতিকূল ও কঠিনতম পরিবেশে চিত্রগ্রহণের কাজ করেছি, যেখানে আমার দুই শতাধিক সহকর্মী এই ছবির জন্য কঠোর পরিশ্রম করেছেন। ’