বাংলাদেশের সঙ্গীতশিল্পী আসিফ আকবর প্রথমবারের মতো কবীর সুমনের সঙ্গে ডুয়েট করলেন। যদিও এর আগে একাধিকবার কবির সুমনের লেখা গানে কণ্ঠ দিয়েছিলেন আসিফ।
বাংলাঢোল এর স্টুডিওতে রোববার সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরে গানটির রেকর্ডিং হয়েছে। “আসিফ এখন একান্নোয়/কবীর চলছে তিয়াত্তর/চলতে চলতে রাত ফুরোয়/রাত পেরোলেই আসবে ভোর…”-কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।
এর আগে পিপহোলের আমন্ত্রণে ১৩ বছর পর গান করতে ঢাকায় আসেন কবীর সুমন। গত ১৫, ১৮ ও ২১ অক্টোবর আধুনিক বাংলা গান ও বাংলা খেয়াল শুনিয়ে দর্শকদের মুগ্ধ করেন ওপার বাংলার এই সঙ্গীত শিল্পী।
শীঘ্রই বাংলাঢোল থেকে গানটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আসিফ।