কালচারাল ইয়ার্ড ডেস্ক:
সত্তর, আশি ও নব্বই দশক অসংখ্য চলচ্চিত্রের পরিচালক ও প্রযোজক আজিজুর রহমান বুলি। এক সময়ের বহুল আলোচিত এই প্রযোজক আর নেই। সোমবার ২৪ অক্টোবর ভোর ৩ টা ২০ মিনিটে তিনি উত্তরার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।
চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক, পরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সাবেক সভাপতি আজিজুর রহমান বুলির মৃত্যুর খবর নিশ্চিত করে একটি পোস্ট দিয়েছেন।
গুলজার বলেন, আজিজুর রহমান বুলি ছিলেন চলচ্চিত্র শিল্পের একজন যোগ্য নেতা। চলচ্চিত্র প্রযোজকদের যে কোন সমস্যায় তিনিই প্রথম সাহায্যের জন্য এগিয়ে আসতেন। গভীর রাতেও তিনি ছুটে আসতেন প্রযোজক পরিচালদের সমস্যার সমাধান করতে।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্প একজন গুনী ও ভালো মানুষকে হারালো মন্তব্য করে গুলজার বলেন, আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন বুলি ভাইকে জান্নাতবাসী করেন। আমিন।
জানা গেছে, আজিজুর রহমান বুলি বেশ কিছুদিন ধরে উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বেলা ১১টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টর মসজিদে বুলির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
আজিজুর রহমান বুলি প্রযোজক হিসেবে চলচ্চিত্রে পা রাখেন। তিনি সত্তরের দশকে ‘নাচের পুতুল’ নামের একটি সিনেমা প্রযোজনার মাধ্যমে শুরু করে পথ চলা। ১৯৮০ সালে তিনি প্রথম ‘শেষ উত্তর’ চলচ্চিত্র পরিচালনা করেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতিও ছিলেন।
প্রায় অর্ধশত চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করেছেন আজিজুর রহমান বুলি। তাঁর প্রযোজিত ও পরিচালিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘শেষ উত্তর’, ‘লাভ ইন সিঙ্গাপুর’, ‘শ্বশুর বাড়ি’, ‘আজকের শয়তান’, ‘নেপালি মেয়ে’, ‘দেশ বিদেশ’, ‘বাপের বেটা’, ‘লালু সর্দার’ ইত্যাদি।
আরও পড়ুন: ভারতের সর্বকালের সেরা সিনেমা ‘পথের পাঁচালী’