বলিউড বিগ বি অমিতাভ বচ্চন গুরুতর আহত হয়েছেন। চলমান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র শুটিং ফ্লোরে দুর্ঘটনার কবলে পড়ে পা কেটে গেছে এই কিংবদন্তি অভিনেতার। নিজের ব্লগে সেই কথা শেয়ারও করেছেন তিনি।
অমিতাভ বচ্চন জানান, তাঁর বাম পায়ের শিরা কেটে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ সময় তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। এখন কিছুটা সুস্থ আছেন, তাঁকে রেস্টে থাকতে বলেছেন ডাক্তার। পায়ে সেলাই পড়েছে তাঁর।
অমিতাভ জানান, হঠাৎ একটি ধাতুর টুকরো দিয়ে পা কেটে সাংঘাতিক রক্তপাত হয়েছে। শিরা এবং স্নায়ুর ব্যপার তাই চিকিৎসকের পরামর্শে ছোট একটি অপারেশনও করতে হয়েছে।
দ্রুত চিকিৎসকের পরামর্শ এবং সমস্ত কাজ ঠিকভাবে সম্পন্ন হওয়ার কারণে অমিতাভ সকল সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন। সেলাই করা পা নিয়েও তিনি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
মানসিকভাবে সুস্থ থাকতে ও হাঁটাচলা না করতে নির্দেশনা দিয়েছেন চিকিৎকরা। এমনকি ট্রেডমিলে দৌড়ানো যাবে না বলেও জানিয়েছেন ডাক্তার।
অমিতাভ বচচ্চন সদ্য ৮০ বছরে পা দিলেন। অমিতাভ জানালেন, মাঝেমধ্যে সন্তুষ্টি অর্জন করতে গিয়েই চরম আনন্দ কিংবা অস্বস্তিতে পড়তে হয়। তবে এই অস্বস্তি কখনোই স্থায়ী নয়। একদিন তা ধ্বংস হবেই, শুধু একটা দাগ রেখে যাবে। তিনি ঈশ্বরের কৃপা চেয়েছেন। এদিকে বিগ বি অমিতাভ বচ্চনের অসুস্থতার খবরে দুশ্চিন্তায় ভক্তরা। তারা বিভিন্ন মাধ্যমে তাঁর সুস্থতা কামনা করেছেন।
শীঘ্রই মুক্তি পাচ্ছে অমিতাভ বচ্চন অভিনীত সিনেমা ‘উচাই’। এদিকে বেশকিছু অনুষ্ঠান সঞ্চালনার কাজ রয়েছে তাঁর হাতে। বেশকিছু সিনেমার কাজও রয়েছে হাতে। এ অবস্থায় তিনি সবকিছু পেছনে ফেলে কাজে ফিরতে চান।