ঢাকাই সিনেমার সুপারস্টার চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে এবার জুঁটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা চমক তারা। মুস্তাফিজুর রহমান বাবু পরিচালিত সিনেমা পাষণ্ড’তে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলে জানিয়েছেন চমক তারা নিজেই।
এর আগে শাকিব খান মোস্তাফিজুর রহমান বাবু নির্মিত তিনটি সিনেমায় অভিনয় করেছিলেন। ত্রিভুজ প্রেমের কাহিনী পাষন্ড। এই সিনেমায় দুই নায়িকার একজন চমক তারা ছবিটির জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন।
শাকিব খানের মতো নায়কের সাথে সিনেমা করতে পারায় বেশ প্রফুল্লবোধ করছেন চমক তারা। চমক তারা ইতেমধ্যে বেশকিছু চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন।