দিলীপ কুমারের ১০০ বছর উপলক্ষে শুরু হচ্ছে ‘দিলীপ কুমার ফিল্ম ফেস্টিভ্যাল’
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
কিংবদন্তি বলিউড অভিনেতা দিলীপ কুমারের ১০০ বছর পূর্তিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দিলীপ কুমার ফিল্ম ফেস্টিভ্যাল’। এ ফেস্টিভ্যাল উপলক্ষে ভারতের বিভিন্ন শহরের হলগুলোতে প্রদর্শিত হবে এ উৎসব। আগামী ১০ ও ১১ ডিসেম্বর ভারতের ২০টি শহরের ৩০টিরও বেশি হলে অনুষ্ঠিত হবে এ উৎসব। দিলীপ কুমার অভিনীত ‘আন্দাজ’, ‘আন’, ‘দাগ’, ‘দেবদাস’সহ তাঁর কালজয়ী সিনেমাগুলো দেখানো হবে এ উ’সবে।
এ চলচ্চিত্র উৎসব সম্পর্কে দিলীপ কুমারের স্ত্রী ও বলিউড তারকা সায়রা বানু জানিয়েছেন, আগামী ১১ ডিসেম্বর দিলীপ কুমারের শততম জন্মবার্ষিকীতে ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন যে বিশেষ আয়োজন করেছে তা অত্যন্ত আনন্দের সংবাদ।
ভারতজুড়ে দিলীপ কুমারের জনপ্রিয় সিনেমাগুলো দেখানো হবে বলে তিনি খুশি জানিয়ে বলেন, ভারতের সেরা অভিনেতা দিলীপ কুমারের স্মরণে এ আয়োজনে আরও ভালো টাইটেলে আরও কিছু হতে পারতো না।
পাকিস্তানের খাইবারে ১৯২২ সালের ১১ ডিসেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন দিলীপ কুমার। তার আসল নাম মুহাম্মদ ইউসুফ খান। তবে তিনি চলচ্চিত্রে এসে নাম ধারণ করেন দিলীপ কুমার।