রোমান কবির:
আজ থেকে ১২৭ বছর আগে আজকের এই দিনে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মাধ্যম চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছিলো। দিনটি ছিলো ১৮৯৫ সালের ২৮ ডিসেম্বর। এদিন ফ্রান্সের প্যারিস শহরের গ্র্যান্ড ক্যাফেতে প্রদর্শিত হয়েছিলো বিশ্বের প্রথম সিনেমা। আর এই উদ্ভাবনী আবিস্কারের কেন্দ্রে ছিলো রাইড ব্রাদার্সের মতো দুই ভাই। তারা হলেন লুমিয়ের ব্রাদার্স। প্যারিসের দুই ভাই লুই লুমিয়ের ও অগাস্ত লুমিয়ের প্রথম চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শণ করে বিশ্বব্যাপী তাক লাগিয়ে দিয়েছিলেন।
এর আগে তারা চলচ্চিত্র নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করেছেন। মুভিং ক্যামেরা নিয়ে গবেষণা করেছেন। শেষমেষ এইদিনে তারা সফল্র প্রর্দশন করতে পেরেছেন।
এই চলচ্চিত্রযাত্রার স্বপ্ন বুনতে শুরু করেছিলেন লুমিয়ের ভ্রাতৃদ্বয়ের পিতা আন্তোনি লুমিয়ের। মার্কিন উদ্ভাবক টমাস আলভা এডিসন ও তাঁর সহযোগী উইলিয়াম ডিকসন ১৮৯০ সালে প্রথম চলচ্চিত্র ধারণ করার মতো ক্যামেরা তৈরি করেন। তারা এর নাম দেন কিনেটোগ্রাফ। পরের বছর তাঁরা কিনেটোস্কোপ তৈরি করেন।
আন্তোনি কিনেটোস্কোপ দেখে মুগ্ধ হন। তিনি তার ফটোগ্রাফিক প্লেটের ব্যবসা নিয়ে ব্যস্ত দুই ছেলেকে তখন বুদ্ধি দেন এমন একটি যন্ত্র তৈরি করার। বাবার উৎসাহে দুই ভাই এমন এক যন্ত্র তৈরিতে লেগে পড়েন। ১৮৯৫ সালের মার্চ মাসে তারা তৈরি করেন একটি ক্যামেরা প্রজেক্টর। এর নাম দেন তারা সিনেমাটোগ্রাফ। এরপর প্রায় নয় মাস পর যন্ত্রটি দিয়ে তারা প্রথম পরীক্ষা চালিয়ে প্রথম নিজেদের কারখানার শ্রমিকদের ছবি তুলে তৈরি করেন প্রথম সিনেমা।
লুমিয়ের ভ্রাতৃদ্বয় ছোট ছোট দশটি ১ মিনিটের সিনেমা বানিয়ে এর বাণিজ্যিক প্রদর্শনী করেন। প্যারিসের মানুষ বিস্ময়াভূত হয়ে লুমিয়ের ভ্রাতৃদ্বয়ের নির্মিত চলচ্চিত্র দেখেন। তাদের নির্মিত প্রথম ছবির নাম ছিলো ‘ওয়ার্কার্স লিভিং দ্য লুমিয়ের ফ্যাক্টরি’। ছবিটি ৩৫ মিলিমিটারে নির্মিত হয়েছিলো। ১৭ মিটার দৈর্ঘ্যের সিনেমাটির ব্যাপ্তি ছিলো মাত্র ৪৬ সেকেন্ড। ছবিটি ছিলো এক মিনিটেরও কম সময়ের। সিনেমাটিতে দেখা যায়, কারখানা থেকে শ্রমিকরা বের হচ্ছেন, তাদের অধিকাংশই ছিলেন নারী।
এরপর থেকে দেশে দেশে চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনের হিড়িক পড়ে। এক্ষেত্রে এগিয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিনি নির্মাতা এডউইন পোর্টার ১৯০২ সালে নির্মাণ করেন প্রথম কাহিনীচিত্র ‘দ্যা লাইফ অব অ্যান আমেরিকান ফায়ারম্যান’।
এডউইন পোর্টার ১৯০৩ সালে নির্মাণ করেন চলচ্চিত্র ‘দ্যা গ্রেট ট্রেন রবারি’। এই ছবিটিকে পৃথিবীর সফল প্রথম কাহিনীচিত্র বলে অভিহিত করা হয়। এ সময় মার্কিন চলচ্চিত্র নির্মাতা ডেভিড ওয়ার্ক গ্রিফিথ চলচ্চিত্রে বিপ্লব সাধন করেন। তিনি বিশাল সেট, বিপুল শিল্পী-কলাকুশলীর সমন্বয়ে ছবি বানিয়ে ইতিহাস তৈরি করেন। এ সময় তিনি নির্মাণ করেন ‘বার্থ অব আ নেশন’ও ইনটলারেন্স। এ সময় তিনি আরও বেশকিছু সিনেমা নির্মাণ করেন। ১৯০৯ সালে যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র কোম্পানী গঠিত হয়। ১৯১১ সালে পৃথিবীর সবচেয়ে বৃহৎ প্রতিষ্ঠান ‘হলিউড’ এর যাত্রা শুরু হয়।
১৮৯৬ সালের ৭ জুলাই বোম্বের ওয়াটসন হোটেলে প্রথম চলচ্চিত্র দেখানো হয়। এটি ভারতে প্রদর্শিত প্রথম সিনেমা। অস্ট্রেলিয়া যাওয়ার পথে লুমিয়ের ভাইদের প্রতিনিধি মরিস সেসতিয়ার এই প্রদর্শনী করেন।
ঢাকার মানিকগঞ্জের বকজুরি গ্রামের ছেলে হীরালাল সেন ১৮৯৮ সালে প্রথম বাংলায় চলচ্চিত্র নির্মাণ করেন ও একই সঙ্গে প্রথম তিনিই ছবি প্রদর্শন করেন । তিনিই প্রথম ভারতীয় বাঙালি যিনি প্রথম প্রামাণ্যচিত্র, নাটক, বিজ্ঞাপনচিত্র ও রাজনৈতিকচিত্র নির্মাণ করেছিলেন। এ সময় তিনি ভারতের প্রথম চলচ্চিত্র প্রতিষ্ঠান দ্যা রয়েল বায়োস্কোপ কোম্পাণী গঠন করেন। তিনি প্রায় একশোর উপরে চলচ্চিত্র, তথ্যচিত্র ও বিজ্ঞাপন চিত্র নির্মাণ করেন।
বিশ্ব চলচ্চিত্রের এক যুগান্তকারী দিন আজ। বিশ্ব চলচ্চিত্রের এই দিনে চলচ্চিত্রপ্রেমী সকলকে কালচারাল ইয়ার্ড ও সিনেমার আলাপের পক্ষ থেকে শুভেচ্ছা।
আরও পড়ুন: শিল্পী-নির্মাতাদের ক্রিয়েটিভ সামিট ৩০ ডিসেম্বর