আবৃত্তি একাডেমি’র পরিচালক হিমাদ্রী, সমন্বয়ক বেলায়েত
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
আবৃত্তি সংগঠন আবৃত্তি একাডেমি’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুই বছরের জন্য সংগঠনটির পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন হিমাদ্রী মোর্শেদ তাহমিনা। সংগঠনের সমন্বয়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক ও সংগঠক বেলায়েত হোসাইন।
শুক্রবার ৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটরিয়ায় দিনব্যাপী কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সদ্য বিদায়ী পরিচালক কামরুল ইসলাম জুয়েল। কার্যকরী পরিষদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৩-২৪ সেশনের জন্য নতুন নির্বাহী কমিটি নির্বাচিত হয়।
হিমাদ্রী গত মেয়াদে সংগঠনটির সমন্বয়ক ছিলেন। আর বেলায়েত ছিলেন সংগঠনটির প্রচার অধিকর্তার দায়িত্বে। হিমাদ্রী মোর্শেদ তাহমিনা বেসরকারি প্রতিষ্ঠান আড়ং এর কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। এদিকে সদ্য নির্বাচিত সমন্বয়ক বেলায়েত হোসাইন এখন টেলিভিশনের রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।
নবনির্বাচিত কমিটিতে আরও যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে- প্রশিক্ষণ অধিকর্তা সংগঠনের কার্যকরী সদস্য আব্দুর রহমান তিতুমীর, অর্থ অধিকর্তা বেলাল হোসাইন অনিক, দপ্তর অধিকর্তা আব্দুস সালাম এবং প্রচার অধিকর্তা হিসেবে আব্দুর রহমান তারেক নির্বাচিত হয়েছেন ।
এছাড়া নির্বাহী কমিটিতে সাবেক পরিচালক মৃন্ময় মিজান, মাসুদ আহম্মেদ, দিলসাদ জাহান পিউলী, বিদায়ী কমিটির পরিচালক কামরুল ইসলাম জুয়েল ও বিদায়ী কমিটির অর্থ অধিকর্তা নাজনীন রিমি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
সংগঠনটির নতুন কার্যকরী পরিষদে নতুন পূর্ণাঙ্গ সদস্যপদ পেয়েছেন আবৃত্তিশিল্পী মো. আল-আমিন। ৩৪ সদস্যের কার্যকরি পরিষদে ৩০জন সদস্য উপস্থিত হয়ে নির্বাচনে ভোট প্রদান করেন।
উচ্চারিত প্রতিটি কথা হোক শিল্প’ এ স্লোগানকে ধারণ করে আবৃত্তি একাডেমি এগিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই দেশের সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখছে সংগঠনটি।