হালের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী গেলো বছর জানোয়ার নামের ভয়ঙ্কর এক ওয়েব ফিল্ম নির্মাণ করে সাড়া ফেলে দিয়েছিলেন। ছবিটি একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে। যা দেখে শিউরে উঠেছেন অনেক দর্শক। পোড়ামন ও পরান সিনেমার সফল নির্মাতা রাফী এবার আরও ভয়ঙ্কর একটি ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন। যার নাম ‘ফ্রাইডে’। ছবিটির ট্রেলার ইতোমধ্যে প্রকাশিত হয়েছে ওয়েব প্লাটফর্মে। আর এতে বেশ সাড়া পড়েছে।
মাত্র আড়াই মিনিটের ট্রেলারেই দেখা যায় নির্মমতার এক চিত্র। ছবিটি নিয়ে নানান আলোচনায় মুখর নেটিজেনরা। সোমবার ট্রেলার রিলিজের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ফ্রাইডে’ ওয়েভফিল্ম নিয়ে তুমুল আলোচনা চলছে।
ট্রেলার রিলিজের পর নির্মাতা রায়হান রাফী সতর্ক করে বলেছেন, ‘ফিল্মটি সবার জন্য নয়! তিনি বলেন, যদি পর্দায় লোভ, কাম, হিংসা, নৃশংসতা, আতঙ্ক সবকিছু একসঙ্গে দেখার প্রস্তুতি থাকে আপনার, সেক্ষেত্রেই ‘ফ্রাইডে’ দেখার জন্য আপনাকে আমন্ত্রণ।
নভেম্বরে শুটিং সম্পন্ন হয়েছে ‘ফ্রাইডে’ সিনেমাটির। রায়হান রাফী জানিয়েছেন, মর্মান্তিক একটি সত্য ঘটনা অবলম্বনে ওয়েবফিল্মটি নির্মাণ করা হয়েছে। বাংলাদেশে ঘটে যাওয়ার পরও ঘটনাটি আড়ালেই থেকে গিয়েছিলো। তিনি বলেন, অনেক বেশি নির্মমতার জন্য গল্পটি স্ক্রিনে দেখে সবাই সহ্য করতে পারবে না। এ জন্য সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন নির্মাতা।
ওটিটি প্লাটফর্ম বিনজে’ আগামি ১ মার্চ মুক্তি পাবে ওয়েবফিল্মটি। হালের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা এই ওয়েবফিল্মে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। মোশন পোস্টার রিলিজের সময় এই অভিনেত্রী জানিয়েছেন, ‘দুর্বল চিত্তের মানুষদের জন্য এই কনটেন্ট না। যারা দেখবে তারা যেন পরিবারের সঙ্গে বসে না দেখে, একা দেখা উচিত। কারণ এটি যে ধরনের গল্প, এতে চরম নৃশংস দৃশ্য আছে। যে কেউ এই দৃশ্যগুলো দেখে সহ্য করতে পারবে না। তাই প্রস্তুতি নিয়ে দেখা উচিত।’