গ্রুপ থিয়েটার ফেডারেশন থেকে ‘ঢাকা থিয়েটার’র সদস্যপদ প্রত্যাহার
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
দেশের অন্যতম বৃহৎ নাট্যদল ‘ঢাকা থিয়েটার’ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন থেকে নিজেদের সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে বলে জানা গেছে। ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা পরিচালক নাসির উদ্দীন ইউসুফ স্বাক্ষরিত একটি চিঠি ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকীর কাছে পৌছে দেয়। সেটির আরেকটি কপি সোমবার ২৭ মার্চ গণমাধ্যমে পাঠানো হয়।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেলের পদ থেকে ঢাকা থিয়েটারের জ্যেষ্ঠ সদস্য কামাল বায়েজীদকে অগঠনতান্ত্রিকভাবে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে এই চিঠি পাঠানো হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে আরও জানানো হয়, ২০২২ সালের ১৪ এপ্রিল ২০২২ ঢাকা থিয়েটারের পক্ষে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকীকে চিঠি দিয়ে জানানো হয়, কামাল বায়েজীদকে সেক্রেটারি জেনারেলের দায়িত্ব থেকে অব্যহতি দান গঠনতন্ত্র মোতাবেক হয়নি। ঢাকা থিয়েটার ওই সিদ্ধান্ত পুনর্বিবচনা করার অনুরোধ জানায় ও পরে ফেডারেশনে সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানায়। একই সাথে দাবি জানানো হয়, একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে কামালের বিরুদ্ধে আনিত তহবিল তসরুফের মত ঘটনার সুষ্ঠু তদন্তের। গ্রুপ থিয়েটার ফেডারেশন ঢাকা থিয়েটারের চিঠির কোনো সদুত্তর দেয়নি বলে চিঠিতে অভিযোগ করা হয়।
এ নিয়ে নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘এই পদত্যাগ বেদনার ও কষ্টের। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের আদর্শ। যে ফেডারেশনের সাথে দীর্ঘ চার দশকের কর্মকাণ্ডের ঢাকা থিয়েটার ওতপ্রোতভাবে জড়িত, সে ফেডারেশন ত্যাগ করা সত্যিই কঠিন সিদ্ধান্ত বটে।’
চিঠিতে বলা হয়, ঢাকা থিয়েটারে দীর্ঘ ৪৬ বছর নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে কামাল বায়েজীদকে কোনও প্রকার অর্থনৈতিক দুর্নীতি করতে আমরা দেখিনি। তাই আমাদের দৃঢ় বিশ্বাস কামাল বায়েজীদ তহবিল তসরুফের মতো ঘৃণ্য কাজের সাথে জড়িত থাকতে পারে না।
প্রস্তাবিত নিরপেক্ষ তদন্ত কমিটি কর্তৃক যদি কামাল বায়েজীদ দোষী সাব্যস্ত হয় তবে ঢাকা থিয়েটার ফেডারেশনের যে কোনও সিদ্ধান্ত মেনে নেবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে ঢাকা থিয়েটারের চিঠিতে উল্লেখ করা হয়।
কিন্তু অদ্যাবধি থিয়েটারের দেওয়া পত্রের কোনও সন্তোষজনক উত্তর না পাওয়ায় ফেডারেশন থেকে সদস্যপদ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।