কালচারাল ইয়ার্ড ডেস্ক:
ঢাকাই সিনেমায় বর্তমানে আলোচিত তিন ব্যাক্তি ও তাদের প্রতিষ্ঠান। ঢাকাই ছবির কিংখ্যাত শাকিব খান আর তার বিরুদ্ধে সরব প্রযোজক ও পরিচালক মো: ইকবাল। ইকবালের নতুন সিনেমা কিল হিম নিয়ে সরব চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। নতুন করে ফের আলোচনায় স্থান করে নিয়েছে জাজ মাল্টিমিডিয়া ও এর কর্ণধার আব্দুল আজিজ।
এবারের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাচ্ছে মো: ইকবাল পরিচালিত ও প্রযোজিত সিনেমা কিল হিম। এই সিনেমায় প্রথমবারের মতো অন্যের প্রযোজনা ও পরিচালনায় অভিনয় করেছেন অনন্ত জলিল ও বর্ষা। ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে এই ছবিটির নির্মাণ ব্যয় সবচেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে। এর নির্মাণ ব্যয় বলা হচ্ছে ৪ কোটিরও বেশি।
‘কিল হিম’ ছবিটি এবারের দর্শক পছন্দের শীর্ষে রয়েছে বলে বিশ্বাস করছেন সংশ্লিষ্টরা। এই ছবিটিতে অনন্ত জলিলের বিপরীতে তার স্ত্রী বর্ষা ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন বলে জানা গেছে। ছবিটিতে মিশা সওদাগর, মাসুম পারভেজ রুবেলসহ আরও অনেকে অভিনয় করেছেন।
এদিকে বেঙ্গল মিডিয়া প্রযোজিত ও তপু খান পরিচালিত শাকিব-বুবলী অভিনীত সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’ এবারের ঈদে মুক্তি পাচ্ছে। একজন তরুণ বিদ্রোহীকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমাটির কাহিনী। বিদ্রোহী তরুণটি সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে সোচ্চার থাকে সবসময়। ছবিটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফখরুল মাসুম বাশার, মিলি বাশার, প্রীতিসহ অনেকে।
এবারের ঈদ উল ফিতরে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। দুটি সিনেমা-ই আলোচনা তৈরি করেছে। এর মধ্যে নাদের চৌধুরী পরিচালিত জাজের সাইকো-থ্রিলার সিনেমা ‘জ্বীন’ মুক্তি পাওয়ার আগে আলোচনার জন্ম দিয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠানটি ছবিটি একা দেখার জন্য ১ লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়েছে। এই চ্যালেঞ্জে অংশও নিয়েছে অনেকে। এ নিয়ে ভিন্নধর্মী প্রচারণা পাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।
ছবিটিতে আবদুন নূর সজল ও পূজা চেরি রায় মূল ভূমিকায় অভিনয় করেছেন। সত্য ঘটনা অবলম্বনে ছবিটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থাটি। ছবিটিতে আরও অভিনয় করেছেন জিয়াউল রওশন, জান্নাতুন নূর মুনসহ অনেকে।
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও সৈকত নাসির পরিচালিত ‘পাপ’ সিনেমাটি নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। থ্রিলার জনরার ছবিটি নিয়ে এখনও কিছু বলছেননা ছবি সংশ্লিষ্টরা। সিনেমা হলে গিয়েই ছবিটি দেখে দর্শকরা ভিন্ন এক চমক দেখতে পাবেন বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। ইয়ামিন হক ববি ও জিয়াউল রোশান ছবিটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটিতে আরও অভিনয় করেছেন জাকিয়া মাহা, আমান রেজাসহ অনেকে।
এদিকে এবারের ঈদকে কেন্দ্র করে আরও বেশকিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে সুমন ধর পরিচালিত এবং বাপ্পি চৌধুরী ও জোহরা মিতু অভিনীত ‘শত্রু’ সিনেমাটি। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে। মিশা সওদাগর ছবিটিতে মূল ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন।
আরও পড়ুন: প্রযোজকের বিরুদ্ধে শাকিব খানের সাইবার মামলা: যা আছে মামলায়