কালচারাল ইয়ার্ড ডেস্ক:
বাংলাদেশ চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৬০ বছর ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি হয়েছে এ বছর। এ উপলক্ষে বছরব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়েছিলো এ বছরের শুরুতে। এর অংশ হিসেবে শুরু হলো ‘চলচ্চিত্র সংসদকর্মীদের নির্মিত চলচ্চিত্র উৎসব ২০২৩’।
উৎসবের প্রথম দিন ৮ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশের বরেণ্য চলচ্চিত্রকার ‘সূর্যদীঘল বাড়ি’ চলচ্চিত্রের অন্যতম নির্মাতা মসিহউদ্দিন শাকের। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিস অব বাংলাদেশের দপ্তর সম্পাদক অদ্রি হৃদয়েশের সঞ্চালনায় সংগঠনের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন স্বাগত বক্তব্য দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বরেণ্য চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চলচ্চিত্র সংসদকর্মী কাইজার চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্যে চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম বলেন, চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৬০ বছর ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের ৫০ বছর উপলক্ষে বছরব্যাপী যে আয়োজন হচ্ছে তা অনন্য সাধারণ একটি উদ্যোগ। শুধু এই ৪৩টি ছবিই নয় চলচ্চিত্র সংসদ আন্দোলনের কর্মীদের নির্মিত পূর্ণদের্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্য চলচ্চিত্রগুলো একে একে দেখানো হবে।
তিনি বলেন, স্বাধীনতাপূর্ব ও স্বাধীনোত্তর ভালো চলচ্চিত্রে যত অবদান তা পুরোটাই চলচ্চিত্র সংসদ আন্দোলনের ফল। এ উৎসবের অংশ হিসেবে জেলায় জেলায় চলচ্চিত্র প্রদর্শনী ও চলচ্চিত্র কর্মশালা পরিচালনা করা হবে বলেও জানান মোরশেদুল ইসলাম।
স্বাগত বক্তব্যে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন বলেন, চলচ্চিত্র সংসদ কর্মীদের চলচ্চিত্র তাদের চিন্তার মতোই ভীষনরকমের পার্থক্য করে দেয়। আর তাই গত ষাট বছরে যে চলচ্চিত্রকর্মীরা গড়ে উঠেছেন, তারা যে চলচ্চিত্র নির্মাণ করেছেন সেই চলচ্চিত্রগুলোর মধ্য দিয়েই বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস গড়ে উঠেছে। আমরা গর্ব করে বলতে পারি বাংলাদেশের ভালো চলচ্চিত্রের ক্ষেত্রে, চিন্তাশীল চলচ্চিত্র হিসেবে যদি আমরা চিন্তা করি তাহলে মোট চলচ্চিত্রের প্রায় নব্বই শতাংশ ছবি চলচ্চিত্র সংসকর্মীদের নির্মিত যা অত্যন্ত সম্মানিত। গত ৫০ বছরে এ ধরণের উৎসব আর হয়নি।
এ উৎসবের ছবি বাছাই কমিটির আহ্বায়ক ছিলেন গবেষক ও লেখক অনুপম হায়াৎ। তাঁর নেতৃত্বে ছবি বাছাই করতে গিয়ে খুবই বেগ পেতে হয়েছে। কারণ প্রত্যেকটি ছবি-ই বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ।-যোগ করেন মামুন।
এ ছবিগুলো সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে বেলায়াত হোসেন মামুন বলেন, এই ছবিগুলো বাংলাদেশের সেরা ছবি। ছবিগুলো দেখার মাধ্যমে দেশের সেরা ছবিগুলো আপনারা দেখতে পারবেন।
চলচ্চিত্র সংসদকর্মী কাইজার চৌধুরী তাঁর বক্তব্যে দশদিনব্যাপী চলা দেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানান। বরেণ্য চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের নিয়ম অনুযায়ী এ উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে সদ্য প্রয়াত চলচ্চিত্র সংসদ কর্মী সুশীল সুত্রধর (আবু বকর) এর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে তাঁর স্মরণে একমিনিট নীরবতা পালন করা হয়।
প্রথম দিন কিংবদন্তী শিল্পী এসএম সুলতানের জন্মশতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদর্শিত হয় তারেক মাসুদ নির্মিত প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’। এছাড়া নির্মাতা মোরশেদুল ইসলামের বিখ্যাত চলচ্চিত্র ‘চাকা’ সিনেমাটি প্রদর্শিত হয়।
উৎসবে আরও যেসব ছবি প্রদর্শিত হবে:
