বিসিটিআই নতুন প্রধান নির্বাহীর দায়িত্ব গ্রহণ, প্রাক্তনী সংসদের শুভেচ্ছা
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
বাংলাদেশ জাতীয় সংসদের ২০১৩ সালের ২৩ নং আইন হিসাবে গঠিত ‘বাংলাদেশ চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউট’প্রতিষ্ঠানটি। তথ্য মন্ত্রণালয়ের অধিকৃত এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ কাউসার আহাম্মদ। তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে চলচ্চিত্র শিক্ষার একমাত্র সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করলেন।
২২ জুন বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের নিজ কাযালয়ে এসে প্রতিষ্ঠানটির কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেন দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী। এ সময় তিনি প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে নানান মত গ্রহণ করেন। তিনি সে অনুযায়ী প্রতিষ্ঠানের বিভিন্ন নীতিনির্ধারনী বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও সে অনুযায়ী কাযক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করেন।
বিসিটিআই এর বর্তমান প্রধান নির্বাহীর কাজে যোগদান উপলক্ষে এদিন চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের সংগঠন বিসিটিআই প্রাক্তনী সংসদের নির্বাচিত নেতৃবৃন্দরা ফুল দিয়ে প্রধান নির্বাহীকে বরণ করে নেন। এ সময় প্রাক্তনী সংগঠনের নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন বিসিটিআই এর প্রধান নির্বাহী।
বিসিটিআই এর প্রধান নির্বাহী মোঃ কাউসার আহাম্মদের কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন বিসিটিআই এর পরিচালক মো: জাহিদুল ইসলাম, প্রশাসন ও অর্থ বিভাগের উপ পরিচালক মো: মোকছেদ হোসেন, বিসিটিআই প্রাক্তনী সংসদের সভাপতি কাজী আতিকুর রহমান অভি, সাধারণ সম্পাদক রাজন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মহিতোষ কান্তি, শিক্ষা, গবেষণা ও সংস্কৃতি সম্পাদক মো: রাসেল রানা দোজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোমান কবির, কাযকরী সংসদের নির্বাহী সদস্য মো: হুমায়ূন কবির, প্রাক্তনী সংসদের সদস্য জান্নাতুল ফেরদৌস নীলাসহ বিসিটিআই এর কর্মকর্তা-কর্মচারী ও প্রাক্তনী সংসদের নেতা-কর্মীরা।
বিসিটিআই প্রাক্তনী সংসদ ২০১৩ সালে বিসিটিআই প্রতিষ্ঠার পরপরই প্রতিষ্ঠিত হয়। প্রায় ৫জনকে নিয়ে গঠিত আহ্বায়ক কমিটি এখন একটি বৃহৎ সংগঠনে রূপ নিয়েছে। এই সংগঠনে বিসিটিআই থেকে পাসকৃত ৫টি স্নাতোকোত্তর ডিপ্লোমা কোর্সের চলচ্চিত্র ও টেলিভিশন কোর্সের ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রাক্তনী সংসদ কাজ করে যাচ্ছে। সৃজনশীল চলচ্চিত্র নির্মাণ ও এর প্রদর্শণ, সুষ্ঠু চলচ্চিত্র চর্চায় এই সংগঠনের নেতা-কর্মীরা ভূমিকা পালন করছেন।
প্রাক্তনী সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও প্রাক্তনী সংগঠনের নেতা-কর্মীদের নির্মিত চলচ্চিত্র চিন্তা, তাদের চলচ্চিত্র নির্মাণ ও দেশে-বিদেশে তাদের চলচ্চিত্র প্রদর্শণ নিয়ে বিভিন্ন তথ্য ও চলচ্চিত্র উন্নয়নে তাদের বিভিন্ন দাবি দাওয়া এ সময় সংগঠনের নেতারা প্রধান নির্বাহীর কাছে তুলে ধরেন। প্রাক্তনী সংসদের সকল কাজে প্রধান নির্বাহী সবসময় পাশে থাকবেন বলে এ সময় আশ্বাস দেন।