কালচারাল ইয়ার্ড ডেস্ক:
বাংলা সিনেমা যেনো আবার ঘুরে দাঁড়িয়েছে। দেশের সিনেপ্লেক্স ও প্রেক্ষাগৃহগুলোতে সিনেমাপ্রেমী দর্শকদের ভিড় দেখা যাচ্ছে। ঈদুল ফিতরে ও ঈদুল আযহায় মুক্তিপ্রাপ্ত বেশকিছু সিনেমা নিয়ে হৈ হৈ পড়ে গেছে। সম্প্রতি ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ সিনেমা বেশ সাড়া জাগিয়েছে বাংলাদেশী সিনেমার পালে। পাল্লা দিয়ে ওটিটি প্লাটফর্মেও বেশকিছু ছবি সাড়া ফেলছে দর্শকদের মধ্যে। এই সাড়ার মধ্যে আগস্ট মাসে আরও ৪টি সিনেমা মুক্তির খবর পাওয়া গেছে।
জানা গেছে, আগামী ১১ আগস্ট মুক্তি পাচ্ছে মাশরুর পারভেজ নির্মিত ‘গোয়িং হোম’ সিনেমাটি। তিনি প্রযোজক ও অভিনেতা সোহেল রানার ছেলে। বিদেশে প্রশংসিত নুরুজ্জামান পরিচালিত শিশুতোষ সিনেমা ‘আম কাঁঠালের ছুটি’ মুক্তি পাচ্ছে ১৮ আগস্ট। একই দিন মুক্তি পাচ্ছে অভিনেত্রী ও পরিচালক হৃদি হকের প্রথম নির্মিত সিনেমা ‘১৯৭১ সেইসব দিন। ২৫ আগস্ট মুক্তি পাচ্ছে বহুল আলোচিত চরিত্র মাসুদ রানার চলচ্চিত্রয়ান ‘এম আর নাইন’।
মাশরুর পারভেজের ‘গোয়িং হোম’ সিনেমাটি প্রায় ৯০ মিনিটের। আর তাই প্রথমে সিনেপ্লেক্সে মুক্তি দেয়ার টার্গেট নেওয়া হয়েছে। পরে সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দেওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন পরিচালক।
নুরুজ্জামান পরিচালিত সিনেমা ‘আম কাঁঠালের ছুটি’ আশি ও নব্বই দশকের শৈশবের স্মৃতি জাগানিয়া ছবি। ছবিটির ইংরেজি নাম ‘সামার হলিডে’। ছবিটিতে অভিনয় করেছেন লিয়ন, জুবায়ের শামীম, হালিমাসহ অনেকে।
হৃদি হকের প্রথম ছবি ‘১৯৭১ সেই সব দিন’ সরকারি অনুদান পেয়েছে। এ ছবি প্রসঙ্গে নির্মাতা জানিয়েছেন, মুক্তিযুদ্ধের বিস্তৃত পরিসরে তিনি এটি নির্মাণ করেছেন। ছবিটিতে বর্ষিয়াণ অভিনেতা মামুনুর রশীদ, আবুল হায়াত, জয়ন্ত চট্টোপাধ্যায় অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, লিটু আনাম, তারিন জাহান, হৃদি হক, সজল নূর, সানজিদা প্রীতি, নাজিয়া হক অর্ষা, আনিসুর রহমান মিলন, মৌসুমী হামিদ, সাজু খাদেম, গীতশ্রী চৌধুরী, শিল্পী সরকার অপুসহ অনেকে।
গোয়েন্দা মাসুদ রানা একটি জনপ্রিয় ফিকশনাল চরিত্র। কাজী আনোয়ার হোসেনের লেখা চরিত্র মাসুদ রানার উপরে ভিত্তি করে সিনেমা ‘এম আর নাইন’ আগামী ২৫ আগস্ট দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন প্রযোজক সংস্থা। আসিফ আকবরের পরিচালনায় এ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন। খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন হলিউডের অভিনেতা ফ্র্যাঙ্কো গ্রিলো। এছাড়া আরও অভিনয় করেছেন রেমি গ্রিলো, কেলি গেসনসহ অনেকে। ছবিটি প্রযোজনা ও পরিবেশনায় আছে জাজ মাল্টিমিডিয়া।
আরও পড়ুন: ঈদের জন্য প্রস্তুত জাজ, শাকিব আর অনন্ত জলিলের সিনেমা